বাসে ইবি শিক্ষার্থীদের সাথে হেনস্তা, উত্তাল ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয়

২৫ মার্চ, ২০২২, ২ years আগে

বাসে ইবি শিক্ষার্থীদের সাথে হেনস্তা, উত্তাল ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সাথে কুষ্টিয়াগামী গড়াই বাসের হেল্পারের সাথে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল ক্যাম্পাস।

বৃহস্পতিবার (২৪ মার্চ) কুষ্টিয়াগামী গড়াই বাসে কিছু শিক্ষার্থীদের হেনস্তার করলে, রাত নয়টার দিকে

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ইবির প্রধান ফটক সংলগ্ন প্রধান সড়কে অবস্থান নেয়।

ভুক্তভোগী শিক্ষার্থী সূত্রে জানা যায়, গড়াই বাসে ক্যাম্পাস আসার পথে বাসে বাকবিতন্ডায় জড়ায় শিক্ষার্থী ও বাসের হেল্পার। পরে বাসের হেল্পার শিক্ষার্থীদের উপর চড়াও হয়।

সাধারণ শিক্ষার্থী সূত্রে জানা যায়, ক্যাম্পাসে শিক্ষার্থী হেনস্তার কথা ছড়িয়ে পরলে সাধারণ শিক্ষার্থীরা ভুক্তভোগী শিক্ষার্থীদের উদ্ধারের জন্য মেইন গেটে অবস্থান করে। পরে শেখ পাড়ায় বাস আসার কথা জানতে পারলে তারা সেখানে ভুক্তভোগী শিক্ষার্থীদের উদ্ধার করতে গেলে পরিবহন শ্রমিক ও শেখপাড়ার মানুষ শিক্ষার্থীদের উপর ইট পাটকেল ছুড়ে হামলা করে। এতে ৪ জন শিক্ষার্থী আহত হয়। তাদের ইবি মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এলাকাবাসীর কাছ থেকে ক্যাম্পাসের শিক্ষার্থীরা এক দোকানদারকে মারধোর ও দোকান ভাংচুর করে বলে জানা গিয়েছে।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রক্টর আর স্থানীয়দের সাথে বৈঠক করে বিষয়টি সমাধান করেন।

পত্রিকা একাত্তর/ সামি

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news