আসন্ন টি২০ বিশ্বকাপ ও বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ পড়তে পারে মাহমুদউল্লাহ রিয়াদ। স্লো-স্ট্রাইক রেট ও বাজে ফর্ম নিয়ে ভীষণ সমালোচনায় রয়েছেন মাহমুদউল্লাহ। সম্প্রতি মুশফিকুর রহমানের টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর ঘোষণার পর শুভাকাঙ্ক্ষীদের থেকে বিপুল সমালোচনার শিকার হচ্ছেন তিনি। এক গুঞ্জনে শোনা যাচ্ছিলো, ” মাহমুদউল্লাহ নাকি এবারের এশিয়া কাপেও অধিনায়কত্ব করতে চেয়েছিলেন, যেটা নিয়ে জলঘোলাও হয়েছিল”।
২০০৭ সালে অভিষেক হওয়া ৩৬ বছর বয়সী এই বাংলাদেশী ক্রিকেটার এখন অবধি খেলেছেন ১২১টি টি-টোয়েন্টি ম্যাচ। মাত্র ২৩.৫৮ এভারেজ নিয়ে সর্বমোাট ২১২২ রান তুলতে পেরেছেন এখ অবধি। ক্যারীয়ারে অর্ধশতক মাত্র ৬ টি এবং শতক শুন্য৷ ছক্কা হেঁকেছেন ৬৪ টি এবং চার হেঁকেছেন ১৬১। ক্যাপ্টেন হিসেবেও সন্তুষ্টিজনক সফলতা পাননি তিনি। তার ক্যারিয়ারে সবচেয়ে বড় বাধা হয়তো তার স্লো-স্ট্রাইকরেট। মিডলওর্ডারে বেশিরভাগ সময় আমরা মাহমুদউল্লাহ উপর ভরসা করে চলি।
যেটা মাহমুদউল্লাহ অধিকাংশ রেখেছেন ও। তবে আভাস অনুযায়ী, তার পরিবর্তে শান্ত – সোহান- আফিফদের উপর থাকবে মিডল অর্ডারের চাপ। শেষ অবধি কি ঘোষনা করে সেটাই এখন দেখার পালা। আভাস পাওয়া যাচ্ছে যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের জন্য দল থেকে বাদ পড়তে যাচ্ছে টাইগারদের সাবেক টি-টোয়েন্টি ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ।
মাহমুদুল্লাহ রিয়াদ দল থেকে বাদ পড়লে টাইগারদের ব্যাটিং লাইনআপ কেমন হবে সেইটা এখন দেখার বিষয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণার আগ পর্যন্ত আমাদের ধোঁয়াশায় থাকতে হবে।
পত্রিকা একাত্তর /মাহমুদ রাফি
আপনার মতামত লিখুন :