সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ

২৯ মার্চ, ২০২২, ২ years আগে

সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য  মর্যাদায় পালিত

গাইবান্ধার সুুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। শনিবার সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের শুভ সূচনা করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ এর সভাপতিত্বে সুুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুজকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এসময় শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সব শেষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, অলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুুন্দরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, সুুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক, মিসেস আফরুজা বারী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দা খুরশীদ জাহান স্মৃতি, থানার ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ , বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক বাবলু, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান উম্মে ছালমা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার, বাবলু মিয়াসহ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পত্রিকা একাত্তর/ মোঃ হযরত বেল্লাল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news