দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে কুয়াকাটায় বিএনপির সম্মেলন

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

১ জুন, ২০২২, ১ year আগে

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে কুয়াকাটায় বিএনপির সম্মেলন

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারনেই আজ আওয়ামীলীগের নেতাকর্মীরা আওয়ামীলীগ নামটি উচ্চারণ করতে পারছেন বললেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন।

আগামীর সরকার গঠনের স্বপ্ন দেখছেন বিএনপি। কুয়াকাটা পৌর বিএনপির সম্মেলনে নতুন কমিটি ঘোষনাকালে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা এমন মন্তব্য করেন।

দলীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন এবং বিএনপির দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করে কুয়াকাটা পৌর বিএনপির সম্মেলন শেষে - বিএনপির কেন্দ্রীয়, পটুয়াখালী জেলা ও কলাপাড়া উপজেলা সহ মহিপুর থানা ও কুয়াকাটা পৌরসভার নেতাকর্মীদের উপস্থিতিতে দ্বিতীয় ধাপে ডেলীগেট ভোটের নির্বাচনের মাধ্যমে কুয়াকাটা পৌর বিএনপির নতুন কমিটি গঠন শেষে সম্মেলন শেষ করা হয়।

কুয়াকাটা পৌরসভা গঠনের পর এক যুগ শেষে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিএনপি সমর্থিত কুয়াকাটা পৌরসভার দলীর সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উদ্দীপনায় অংশগ্রহণ করেছে এবং শান্তি শৃঙ্খলাভাবে সম্মেলন সম্পন্ন করেছে।

সম্মেলনে নির্বাচন হয় এবারের নেতৃত্ব। এতে আব্দুল আজিজ মুসুল্লিকে সভাপতি ও মতিউর রহমান (মতি)কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। এর আগে কুয়াকাটা পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে।

মঙ্গলবার (৩১ মে) বিকেল ৩টায় পৌরসভার ৮নং ওয়ার্ডের পাঞ্জুপাড়ায় কুয়াকাটা পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে সম্মেলন শুরু হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির - প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, এবিএম মোশাররফ হোসেন। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির - সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), আকন কুদ্দুসুর রহমান, উদ্বোধক ছিলেন জেলা বিএনপির আহবায়ক, আব্দুর রশিদ চুন্নু মিয়া ও বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব, স্নেহাংশু সরকার কুট্টি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশির আহমেদ মৃধা (টিম লিডার), সদস্য - আহ্বায়ক কমিটি, জেলা বিএনপি পটুয়াখালী।কুয়াকাটা পৌর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল আজিজ মুসুল্লি'র সভাপতিত্বে সম্মেলনের সঞ্চালনায় ছিলেন সাবেক সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন বাবুল ভূঁইয়া।

বিকেল ৩টায় সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হওয়ার পর বিকাল ৫:৩০টায় দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল শুরু হয়। এতে সভাপতি পদে একজন এবং সাধারণ সম্পাদক পদে দুইজন অংশ নেন। নয়টি সাংগঠনিক ইউনিটের ২৭ জন কাউন্সিলর তাদের ভোট দেন। পরে ৬টায় ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হয়।

আহবায়ক কমিটির নেতৃত্বে যারা ছিলেন তাদের মধ্যে থেকে সাবেক আহ্বায়ক সভাপতির একক আসনে পুনরায় নির্বাচিত হয়েছে। এবং সাবেক আহবায়ক কমিটির অন্যতম সদস্য মতিউর রহমান (মতি) ডেলিগেট ভোটের প্রতিদ্বন্দ্বীতায় পাঁচ ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহিন চৌধুরী পাশা, সদস্য - আহ্বায়ক কমিটি, জেলা বিএনপি পটুয়াখালী, হাজী হুমায়ুন শিকদার, আহ্বায়ক, কলাপাড়া উপজেলা বিএনপি, গাজী মোঃ ফারুক, সভাপতি - কলাপাড়া পৌর বিএনপি।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা, উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দরা।

পত্রিকা একাত্তর / মনিরুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news