কবিতা - অপচয়ানন্দ

নিজাম হোসাইন অপূর্ব

নিজাম হোসাইন অপূর্ব

১৫ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

কবিতা - অপচয়ানন্দ

কি হবে এতো কোটি কোটি টাকা খরচে বিজয় উৎসব পালন করে,

যদি না পথে পড়ে থাকা আশ্রয় বিহীন মানুষের এক বেলা খাবার নাহি জোটে।

শীতের কুয়াশামাখা ভোরে খালি গায়ে কাঁপছে যে দেহ!

আরও পড়ুনঃ  পরী

পচন ধরেছে যে শরীরে ব্যথার জ্বালা সইবে কি করে!

যে দেহ হাঁড়ের সাথে মিশে গেছে দেখছে সবে!

সে দেহে পোশাক আহার মিলবে কবে?

যে মানুষ সংসার গড়ে পথের ধারে!

সে মানুষ বুক ফাটা দুঃখ দেখায় কারে?

আরও পড়ুনঃ  ঈদ-উল আযহা

কত বেলা খাইনি আমি, পড়ে আছি এই পথ পাড়ে।

আনন্দ হাসছে সেথায় চোখের ধুলায়!

আহারে সুখ কারে কয় তাও জানেন না।

পেট সে পিঠের সাথে খুদার জ্বালায়!

আরও পড়ুনঃ  বাবা

সে শরীর ব্যথার পচন কেউ দেখে না।

কত যে উঠছে বেলুন, ফুল সুবাসে!

রংধনু জ্বলছে পথের ধারে ধারে।

কত যে আয়োজন এই উৎসবেতে,

তাতে আমার কি, খুদা পেটে!

এ দিয়ে করবোটা কি খালি গায়ে!

ক্ষুদার্থ জননী পড়ে আছে বিছানাতে।

এ উৎসব গরীবের নয়, ধনী লোকের।

কত যে ঈদ, কোরবানি, পূজার মেলা,

কোটি টাকা খরচ করে দেখছে খেলা।

এদিকে গরীব ঘরে কান্না শোকের!

পড়ে আছে চিকিৎসা হীন মৃত দেহ,

এ খবর শুনবার মত নাই যে কেহ।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news