সুন্দরগঞ্জে জন্ম ও মৃত্যু সনদ নিয়ে আলোচনা


উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ প্রকাশের সময় : ০৬/১০/২০২২, ৫:২০ অপরাহ্ণ / ১২৭
সুন্দরগঞ্জে জন্ম ও মৃত্যু সনদ নিয়ে আলোচনা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উম্মে ছালমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, প্রাথমিক শিক্ষা অফিসার একেএম হারুন-উর রশিদ, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, ইব্রাহিম খলিলুল্লাহ, কনক কুমার গোস্মামী, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, ইউপি সচিব খাইরুজ্জামান, মিজানুর রহমান প্রমূখ। পরে চাহিদা অনুযায়ী বেশি সংখ্যক জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ সৃজন করায় ৬ ইউনিয়ন পরিষদের ৬ জন সচিবকে পুরস্কার প্রদান করেন উপজেলা প্রশাসন।

পত্রিকা একাত্তর / মোঃ হযরত বেল্লাল