আলেম উলামাগণের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

২ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

আলেম উলামাগণের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন আলেম উলামাগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ০১.০৯.২০২২ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার, আলেম উলামাগণকে পবিত্র জুম্মার দিনে ধর্মপ্রাণ মুসল্লীদের মাঝে মাদক, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, ফেতনা- ফ্যাসাদ, পারিবারিক দ্বন্দ্ব-কলহ ও অন্যান্য সামাজিক অবক্ষয়, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণে কোরআন হাদিসের আলোকে আলোচনা করার আহবান জানান।

পুলিশ সুপার মহোদয় ধর্মীয় মূল্যবোধের আলোকে কাঙ্ক্ষিত জনবান্ধন চুয়াডাঙ্গা গড়তে মাননীয় আইজিপি নির্দেশনা মোতাবেক মাদক, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, ফেতনা-ফ্যাসাদ, পারিবারিক দ্বন্দ্ব-কলহ ও অন্যান্য সামাজিক অবক্ষয়, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে তাদের সহযোগিতা কামনা করেন।

পাশাপাশি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সামগ্রিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতেও সকলের পারস্পরিক সহযোগিতা কামনা করেন। উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, চুয়াডাঙ্গা।

পত্রিকা একাত্তর /তারিকুর রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news