বিরামপুরে ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, দিনাজপুর

৫ আগস্ট, ২০২২, ১ year আগে

বিরামপুরে ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত

দিনাজপুরের বিরামপুর উপজেলায় দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।দিনটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে প্রথমেই বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পন করা হয়।

শুক্রবার (৫ আগষ্ট) সকাল ১০টায় বিরামপুর উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারে সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু।

ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মেজবা, সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু, সহ-সভাপতি নাডু গোপাল কুন্ডু, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার, উপাধ্যক্ষ মেজবাউল হক।

অফিস ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব প্রমুখ। আলোচনা সভায় বক্তারা শেখ কামালের জীবনী এবং সেই সাথে বিভিন্ন সেক্টরে তার অবদানের কথা তুলে ধরেন। পরে বেকার যুবকদের মাঝে গাছের চারা বিতরন করা হয়।

পত্রিকাএকাত্তর /এবিএম মুছা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news