২১ দিনেও সন্ধান মেলেনি ডুবে যাওয়া ৯ জেলের

উপজেলা প্রতিনিধি, পাথরঘাটা

৮ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

২১ দিনেও সন্ধান মেলেনি ডুবে যাওয়া ৯ জেলের

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ডুবে যাওয়া ট্রলারের ৯ জন জেলের সন্ধান মেলেনি ২১ দিনেও। নিখোঁজদের পরিবারে চলছে স্বজনদের আহাজারি। পরিবারগুলোর খোঁজ নেয়নি জনপ্রতিনিধি কিংবা সরকারের কর্তা ব্যক্তিরাও। তবে এখনও ফিরতে পারেননি ভারতের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আটকা জেলেরা।

প্রাকৃতিক দুর্যোগে বছরের পর বছর ধরে জেলেরা নিখোঁজ থাকলেও তাদের নাম মৃতদের তালিকায় আসে না। যে কারণে তাদের স্বজনরা পান না সরকারি সহায়তা। প্রসঙ্গত, গত ১৫ আগস্ট পাথরঘাটা বিএফডিসির খাল থেকে এফবি সিরাজ উদ্দিন ট্রলারটি নিয়ে গভীর সমুদ্রে ইলিশ শিকারে যান ১১ জন জেলে। কিন্তু ১৮ আগস্ট সাগরে নিম্নচাপে সৃষ্ট ঝড়ে ডুবে যায় ট্রলারটি। পরে উত্তাল সাগরে ভাসতে ভাসতে ভারতীয় কোস্টগার্ডের সহযোগিতায় ৫ জন জেলে ফিরে এলেও ২১ দিনেও ফিরে আসেননি বাকি ৬ জেলে।

পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের লাকুরতলা গ্রামের নিখোঁজ জেলে ইব্রাহিমের অনুপস্থিতিতে চরম বিপাকে পড়েছে তার পরিবারটি। ইব্রাহিমের স্ত্রী ও বৃদ্ধ মা-বাবার অভিযোগ, এখনও কেউ খোঁজ নেননি তাদের। ট্রলার মালিক সমিতির তথ্য অনুযায়ী, ওই ট্রলারের ৬ জন জেলেসহ বিভিন্ন ট্রলারের মোট ৯ জন জেলের সন্ধান মিলছে না।

দরিদ্র জেলে পরিবারগুলোতে ৪-৫ জন সদস্য রয়েছেন। অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় দিন কাটাচ্ছেন তাদের। তারা চাচ্ছেন সরকারের সহযোগিতা। এদিকে ঝড়ের কবলে ভেসে ভারতে চলে যাওয়া জেলেদের উদ্ধারে সম্প্রতি ভারত গিয়েছিলেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

তিনি বলেন, ভারতের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে থাকা জেলেদের মধ্যে নিখোঁজ ওই ৯ জন জেলেকে পাওয়া যায়নি। এমনকি বছরের পর বছর নিখোঁজ থাকলেও মৃতদের তালিকায় নাম না আসায় স্বজনরা বঞ্চিত হচ্ছেন সরকারি সহায়তা থেকে। এ প্রসঙ্গে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার বলেন, সঠিক তথ্য পেলে মন্ত্রণালয়ে জানানো হবে। নিখোঁজ জেলেদের পরিবারে উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে সহায়তা দেওয়া হবে।

অপরদিকে ঝড়ের কবলে ভেসে যাওয়া ৯০ জেলে ভারতের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আটকে থাকলেও বাংলাদেশের হাইকমিশনের সহযোগিতার অভাবে ফিরিয়ে আনা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির নেতারা। এ বিষয়ে ট্রলার মালিক সমিতির সভাপতি বলেন, বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতা না পাওয়ার কারণে আটকে পড়া জেলেদের দেশে ফিরিয়ে আনা বিলম্বিত হচ্ছে।

পত্রিকা একাত্তর /তাওহীদুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news