আমার জনপ্রিয়তা বেশি হওয়ার কারনে আমার বিরুদ্ধে যড়ষন্ত্র

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ

২২ জুলাই, ২০২২, ১ year আগে

আমার জনপ্রিয়তা বেশি হওয়ার কারনে আমার বিরুদ্ধে যড়ষন্ত্র

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৭ নং মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন ৭নং মুছাপুর বাসীর কাছে দিন দিন আমার জনপ্রিয়তা বেড়ে যাওয়ার কারনে কিছু লোক বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন স্থানে আমার বিরুদ্ধে গভীর যড়ষন্ত্র ও অপপ্রচার শুরু করেছে।

এসব যড়ষন্ত্র ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জাননিয়ে বলেন কোন ধরনের যড়ষন্ত্র ও অপপ্রচার করে কোন লাভ হবে না, কারন আমার সাথে আমার মুছাপুর বাসীরা আছেন। চেয়ারম্যান আইয়ুব আলী আরো বলেন গত কয়েকদিন আগে আমাদের পাশ্ববর্তী এলাকা ফেনীসহ দেশের বিভিন্ন এলাকায় যখন বন্যা দেখা দিয়েছে, মুছাপুরেও বন্যা হতে পারে এমন তাই আমি নিজেই মুছাপুর এলাকার সকল পরিস্কার করেছি।

বর্ষাকালে মুছাপুর উচ্চ বিদ্যালয়ের রাস্তা চলাচলের অনুপযোগী রাস্তা সলিন করেছি।নিজের পকেটের টাকা দিয়ে দীর্ঘদিনের সমস্যা সমাধান করে মুছাপুর ইউনিয়নের ১ নং ও ২ নং ওয়ার্ডের সীমান্তবর্তী মালেক বাজার সংযোগের মেহের আলী মুন্সী রোড় মেরামত করেছি।

২০২২-২০২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে বিনামূল্যে ১২১৮ পরিবারের ভিজিএফ খাদ্যশস্য (চাল) এসেছে।আমি আমার পরিষদের পক্ষ থেকেসহ মোট ১৫০০শত পরিবারের মাঝে খাদ্যশস্য (চাল) বিতরণ করেছি।

আইয়ুব আলী আরো বলেন আমার নির্বাচনীয় প্রতিশ্রুতি অনুযায়ী আমি নিজেই বিজিএফ চালের কার্ড প্রকৃত পাপ্যদের বাড়ীতে দিয়ে এসেছি।মুছাপুর ইউনিয়ন পরিষদের ইতিহাসে সর্বপ্রথম আমি উম্মুক্ত বাজেট ঘোষণা করেছি।

এছাড়াও আমাদের নোয়াখালী তথা বাংলাদেশের রাজনীতির গর্ভের ধন, জননেতা জনাব ওবায়দুল কাদের এম.পি'র সহযোগিতায় মুছাপুরের বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কাজ প্রক্রিয়াধীন। মুছাপুর ইউনিয়ন পরিষদ এবং সরকারি ভিবিন্ন উন্নয়ন তহবিল থেকে যথাসাধ্য চেষ্টা করে অপেক্ষাকৃত বেশি উন্নয়ন কাজ প্রক্রিয়াধীন আছে।

এছাড়াও আমার পরিবার পরিজনের ব্যক্তিগত অর্থ হতেও অনেক অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাড়ানো হচ্ছে প্রতিনিয়ত। এসকল কর্মকাণ্ডে আমার জনপ্রিয়তায় ঈশ্বার্ণিত ভাবে পরিবর্তন হচ্ছে দেখে একটা মহল চক্রান্ত করে আমার বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন কথা ছড়াচ্ছে। তারই অংশ আমার একটি ফেইসবুক কমেন্টের ভুল ব্যখ্যা দিয়ে ভিন্নখাতে ঘটনা প্রভাবিত করতে চেষ্টা করছে।

কমেন্টের বিষয়ে জানতে চাইলে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আইযুব আলী কমেন্ট করার সত্যতা নিশ্চিত করে বলেন, ওবায়দুল কাদের জাতীয় নেতা। তিনি আমাদের গর্বের ধন। নোয়াখালীর সাংবাদিক হয়ে কেন এখানে এ কথাটা আসবে কেন হচ্ছেন।

আমি ওই সাংবাদিককে ইঙ্গিত করে লিখেছি আমি হব। ইউপি চেয়ারম্যান আরো বলেন,ওবায়দুল কাদের আমাদের গর্বের ধন। ঊনি না হলেও সাংবাদিকরা নিউজ করতে পারে না। কে হচ্ছেন? আমরা একজন তৃণমূলের কর্মি। আমার পুনরায় জন্ম হলেও তো ওই পর্যায়ে যেতে পারব না। এটা নিয়ে আবার লেখা লেখির কি আছে বলেও তিনি মন্তব্য করেন।

পত্রিকাএকাত্তর /আবু সাঈদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news