বিরামপুরে একই সঙ্গে তিন কন‍্যা শিশুর জন্ম, নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু

জেলা প্রতিনিধি, দিনাজপুর

১৮ জুলাই, ২০২২, ১ year আগে

বিরামপুরে একই সঙ্গে তিন কন‍্যা শিশুর জন্ম, নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু

দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের টেগরা গ্রামের সাদিনা বেগম (৩২) একই সঙ্গে তিন কন‍্যা শিশুর জন্ম দিয়েছেন। সেই খুশিতে তাদের আত্নীয় স্বজনরা পদ্মা সেতুকে স্মরণীয় করে রাখতে তাদের নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু।

গত ১৮ জুলাই সোমবার দুপুরে পৌর শহরের ডাঃ ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন কন‍্যা শিশুর জন্ম হয়। সাদিনা বেগম উপজেলার টেগরা গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডাঃ ইমার উদ্দিন কায়েস বলেন, ‘সোমবার দুপুর ১২ টা ৪০ মিনিটে নরমাল ডেলিভারির মাধ্যমে স্বপ্ন, পদ্মা ও সেতুর জন্ম হয়। মা ও সন্তানেরা সুস্থ আছে। তবে নবজাতক শিশুগুলোর উন্নত চেকআপের জন্য দিনাজপুরে প্রেরন করা হয়।

পত্রিকাএকাত্তর /এবিএম মুছা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news