‘পাখ-পাখালি দেশের রত্ন, আসুন করি সবাই যত্ন’ এ শ্লোগানকে ধারণ করে নালিতাবাড়ী উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নে শীতকালীন অতিথি পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরিতে গাছে মাটির কলস বেঁধে দেওয়া হয়েছে।
১৫ অক্টোবর শনিবার উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নে তিন দিন ব্যাপী এ কার্যক্রমের প্রথমদিনে প্রায় অর্ধশতাধিক মাটির কলস গাছে বেঁধে দেওয়া হয়। জানাগেছে তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবতার একদল তরুন এ কর্মসূচি বাস্তবায়ন করে।
জাগ্রত মানবতা রুপনারায়নকুড়া ইউনিয়ন শাখার আহবায়ক মো:আদনান হোসাইন বলেন,পশু-পাখি আমাদের পরিবেশ ও প্রকৃতিকে রক্ষা করছে। এজন্য পরিবেশকে বাঁচাতে পশু-পাখি, প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদকে প্রাণ থেকে ভালবাসতে হবে।
সদস্য সচিব জহুরুল ইসলাম সুজন বলেন,প্রকৃতির সৌন্দর্য দেখা সৌভাগ্যের বিষয়। প্রকৃতির অনুষঙ্গ প্রাণিগুলোর বসবাসযোগ্য পরিবেশ অক্ষুন্ণ রাখা আমাদের সকলের দায়িত্ব।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি, সিদ্রাতুল মুন্তাহা,সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)সুজন চন্দ্র শীল,সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত),তাজবীর হাসান সিফাত,রুপনারায়নকুড়া ইউনিয়ন শাখার আহ্বায়ক মো:আদনান হোসাইন সরকার,সদস্য সচিব,জহুরুল ইসলাম সুজন সহ কমিটির সকল সম্মানিত সদস্যবৃন্দ।
পত্রিকা একাত্তর / মনোয়ার হোসেন
আপনার মতামত লিখুন :