বোরো ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

নড়াইল জেলা প্রতিনিধি

১২ মে, ২০২২, ২ years আগে

বোরো ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

চলতি বোরো মওসুমে জেলার সদর উপজেলায় কৃষকের আ্যপস’র মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান এবং চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা খাদ্য গুদামে ধান চাল চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, জেলা খাদ্য নিয়ন্ত্রক অনির্বাণ ভদ্র,সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মনিরুল ইসলাম। সরকারকারিভাবে প্রতি কেজি ধানের দাম ২৭ টাকা এবং চালের দাম প্রতি কেজি ৪০টাকা নির্ধারণ করা হয়েছে।

নড়াইল জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে আরো জানা গেছে, নড়াইল সদর উপজেলায় ৩ হাজার ৫৫ মেট্রিক টন ধান এবং ২ হাজার ৫০৯ মেট্রিক চাল, লোহাগড়া উপজেলায় ১ হাজার ৩৩৮ মেট্রিক টন ধান এবং ১ হাজার ৭৫২ মেট্রিক চাল, কালিয়া উপজেলায় ২ হাজার ৪০৩ মেট্রিক টন ধান এবং ৪৬৬ মেট্রিক চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পত্রিকা একাত্তর /হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news