ফেরদৌস ওয়াহিদ চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২৭ মার্চ, ২০২২, ২ years আগে

ফেরদৌস ওয়াহিদ চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন দামুড়হুদা মডেল থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ। জানুয়ারি ও ফেব্রুয়ারি/২০২২ ইং মাসের পারফরমেন্স বিবেচনায় তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন।

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় গতকাল রবিবার সকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুরস্কার হিসেবে ফেরদৌস ওয়াহিদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামানসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিজের অনুভূতি প্রকাশ করে ফেরদৌস ওয়াহিদ বলেন, 'আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মান্যবর পুলিশ সুপার জনাব জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা স্যারের নিকট থেকে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করলাম। এমন প্রাপ্তি কাজের প্রতি দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সকল সহকর্মীদের প্রতি, বিশেষ করে টিম দামুড়হুদা, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই অর্জন।' উল্লেখ্য, ফেরদৌস ওয়াহিদ দামুড়হুদা মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকেই মাদকদ্রব্য উদ্ধার, মাদককারবারিদের গ্রেফতার, ওয়ারেন্ট তামিলসহ অন্যান্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। যার ফলস্বরূপ তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন। জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় তার সহকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

পত্রিকা একাত্তর/মোঃ তারিকুর রহমান​​​​​​​

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news