ডোমারে ২০ বোতল ফেনসিডিল সহ আটক ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

ডোমারে ২০ বোতল ফেনসিডিল সহ আটক ৩

নীলফামারীর ডোমারে ড্রাগস এন্ড নারকাটিস কন্ট্রোল (ডিএনসি) এর অভিযানে এক নারী সহ ৩ জন আটক হয়েছে। এসময় ২০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩শে ডিসেম্বর) দুপুরে ডোমার পৌর এলাকার ৪নং ওয়ার্ডের কাজীপাড়ায় নীলফামারী জেলা ডিএনসি'র পরিদর্শক আব্দুর রহিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ডোমারের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রূপা'র বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় রূপা'র বাড়ীতে বিক্রিরত অবস্থায় লাভলী বেগম (৪০) কে ৩ বােতল এবং তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঐ বাড়ি থেকে আরও ১৭ বােতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। সেখানে বাদশা ও আবু তাহের নামে দুই মাদক সেবনকারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে ডিএনসি, নীলফামারী'র পরিদর্শক আব্দুর রহিম বলেন, নীলফামারীতে আমি নতুন যােগদান করেছি। মাদকের বিরুদ্ধে আমার জিরাে টলারেন্স অব্যাহত থাকবে। নীলফামারীকে আমি মাদক মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এলাকাবাসী ডিএনসি’র অভিযানকে সাধুবাদ জানিয়ছে।

আজমির রহমান রিশাদ || ডোমার উপজেলা (নীলফামারী) প্রতিনিধি।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news