মসজিদের নির্মান কাজে ১০ লাখ টাকার অনুদানে নারী

উপজেলা প্রতিনিধি, মোরেলগঞ্জ

১১ আগস্ট, ২০২২, ১ year আগে

মসজিদের নির্মান কাজে ১০ লাখ টাকার অনুদানে নারী

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ চাউলাপট্রি বাজার জামে মসজিদের পুননির্মাণ কাজে মৃত স্বামীর আত্মার মাগফিরাত কামনায় ঢাকার স্থায়ী বাসিন্দা রিনা আলম নামের এক দানশীল নারী দান করলেন ১০ লাখ টাকা।

বর্তমান সোস্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে মোরেলগঞ্জ বাজার চাউলাপট্রি জামে মসজিদের নির্মাণ কাজের কথা এবং অর্থের প্রয়োজনের কথা জানতে পেয়ে মসজিদ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন তিনি অতঃপর ৩১ জুলাই মসজিদের একটি ব্যাংক একাউন্টে নগদ ১০ লাখ টাকা মসজিদের নির্মান কাজের অনুদান হিসেবে পাঠান এ দানশীলা নারী।

খোজ নিয়ে জানা গেছে, তিনি ঢাকার বর্তমান স্থায়ী বাসিন্দা তার স্বামী ব্যারিস্টার আলহাজ্ব শফিফুল আলম গতবছর মার্চ মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তার পরিবারে স্ত্রী,ও দুই কন্যা আর এক পুত্র সন্তান রয়েছে ।তাদের মধ্যে এক কন্যাও ব্যারিস্টার।

প্রচার বিমুখ এ পরিবারের পক্ষ থেকে স্ত্রী আলহাজ্ব রিনা আলম বাগেরহাটের মোরেলগঞ্জ চাউলাপট্রি বাজার জামে মসজিদের পুননির্মাণ কাজে তার মৃত স্বামীর আত্মার মাগফিরাত কামনায় দানের হাত বাড়িয়ে দিয়ে ১০ লাখ টাকা দান করায় খুশি মোরেলগঞ্জবাসী।

এ ব্যাপারে খোজ নিয়ে জানা যায় কিছুদিন আগে তিনি ফেসবুকের মাধ্যমে মোরেলগঞ্জ বাজার মসজিদের নির্মাণ কাজের কথা এবং অর্থের প্রয়োজনের কথা জানতে পান এর পর মসজিদ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ স্থাপন করে এই দান করেন তিনি।

গত ৩১ জুলাই তিনি মসজিদের ব্যাংক হিসাব নম্বরে নগদ ১০ লাখ টাকা পাঠিয়ে দেন। বর্তমানে মসজিদটির দোতলার নির্মান কাজ চলমান রয়েছে। এছাড়াও তিনি প্রতিশ্রুতি দেন মসজিদের চলমান তৃতীয় ও চতুর্থতলার কাজেও সাহায্য করবেন।

এ উপলক্ষে গত মঙ্গলবার (৯আগস্ট) আশুরার রাতে মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে মসজিদের সহসভাপতি সাবেক অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদারের সভাপতিত্বে তার স্বামীসহ, তিনি এবং তার পরিবারের সকলের সুখ সাচ্ছন্দ্যের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

মসজিদ কমিটি ও স্থানীয় সূত্র জানায়, মোরেলগঞ্জ বাজার মসজিদের পুননির্মাণ কাজের দ্বিতীয় তৃতীয় , চতুর্থ তলার জন্য ৫৫ লাখ টাকার প্রয়োজন ছিল।প্রয়াত স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেনের অনুদানকৃত ১০ লাখ টাকা নিয়ে কাজ শুরু হয়।

দানবীর মহীয়সী নারী আলহাজ্ব রীনা আলমের ১০ লাখ টাকা বর্তমান স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলনের অনুদানকৃত ৩ লাখ টাকা সহ স্থানীয় ও অ-স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গের অনুদানের অর্থে এ মসজিদের নির্মাণ কাজ এগিয়ে চলছে।

সবশেষে চাউলাপট্রি জামে মসজিদের ইমাম ও খতিব মোহাম্মাদ আলীর উপস্থাপনায় দোয়া ও মাহফিল এর আয়োজন করে মসজিদের নির্মাণ কাজে দানকারী সবার জন্য মুসল্লীদের পক্ষ থেকে দোয়া ও মোনাজাত করে তাবারক বিতারন করা হয়।

পত্রিকাএকাত্তর /নাজমুল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news