দিনাজপুরে বিএনপি প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

৩১ জুলাই, ২০২২, ১ year আগে

দিনাজপুরে বিএনপি প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, তত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে আর কোন নির্বাচন হতে দেয়া হবে না। ভোটের আগের রাতে নির্বাচিত প্রধানমন্ত্রীর অধীনে বিএনপি কোন নির্বাচনে অংশ নিবে না। এবং আগামীতে দেশে এমন কোন নির্বাচন এদেশে মানুষ আর হতে দিবে না।

রবিবার (৩১ জুলাই-২০২২) দিনাজপুর লোকভবন মাঠে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এসব কথা বলেন। সারাদেশে বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুর জেলা বিএনপি এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে আয়োজন করে। দীর্ঘ প্রায় ৯ বছর পর খোলা মাঠে বিএনপির এত বড় সমাবেশ অনুষ্ঠিত হলো।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল’র সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি’র সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা চৌধুরী হিরা, মোঃ আমিনুল ইসলাম মুন্না, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহবুব আহম্মেদ, মোঃ আখতারুজ্জামান জুয়েল, মোস্তফা কামাল মিলন, মোঃ জাহাঙ্গীর আলম।

দিনাজপুর কোতয়ালী বিএনপির সভাপতি ও আস্করপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, দিনাজপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সামসুজ্জামান চৌধুরী খোকা, তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির নেতা ও জেলা তাঁতীদলের সভাপতি রেজাউল ইসলাম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাহবুবুল হক হেলাল।

জেলা যুবদলের সভাপতি মোঃ আব্দুল মোন্না মুকুল, সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর একেএম মাসুদুল ইসলাম মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল আলী চৌধুরী লিমন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা শাহিন খান, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেয়র শাখাওয়াত হোসেন শিল্পী।

জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রেজাউর রহমান রেজা, সাধারণ সম্পাদক আবুজার সেতু, বিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুবেল চৌধুরী, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌসার রহমান, ফুলবাড়ী পৌর বিএনপির সভাপতি মোঃ সাহাজুল ইসলাম, বিরামপুর পৌর বিএনপির সভাপতি মোঃ হুমায়ূন কবির, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও ঘোড়াঘাট পৌর মেয়র মোঃ আব্দুস সাত্তার মিলন, সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ নওশাদ আলী প্রমূখ।

প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর মুরাদ আহম্মেদ, কোতয়ালী বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদলসহ ১৩টি উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ৩টা বাজার সাথে সাথে দিনাজপুর পৌর বিএনপি, কোতয়ারী বিএনপিসহ বিভিন্ন উপজেলা হতে আগত বিএনপি ও অন্যান্য অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে যোগ দেয়। মুহুর্তের মধ্যেই দিনাজপুর লোকভবন মাঠ ও এর আশপাশের এলাকা ভরে যায়।

এদিকে দিনাজপুর কোতয়ালী বিএনপির সভাপতি ও আস্করপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর মুরাদ আহম্মেদ’র নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে যোগ দেয়। এ বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেনসহ কোতয়ালী বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করে।

পত্রিকাএকাত্তর /আরমান হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news