মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা !

স্টাফ রিপোর্টার, গোমস্তাপুর

১৫ জুন, ২০২২, ১ year আগে

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা !

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা গ্ৰহণ শীর্ষক কর্মশালা বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আসমা খাতুন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খান।

এছাড়াও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উঁড়াও বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক আনিসুর রহমান। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস প্রমূখ। কর্মশালায় ৮টি গ্ৰপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান , সদস্য, সরকারি কর্মকর্তা,সুধিজন, ঈমাম ও সাংবাদিকবৃন্দ ।গ্ৰুপগুলো তাদের কর্মপরিকল্পনা পৃথক পৃথকভাবে কর্মশালায় উপস্থাপন করেন। উপজেলা প্রসাশন গোমস্তাপুরের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

পত্রিকা একাত্তর / ইয়াহিয়া খান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news