নীলফামারীর ডোমার উপজেলায় গভীর রাতে একটি ট্রাক ও গরু ক্রয়ের রশিদ সহ চোর সন্দেহে ৫ জনকে আটক করার পর পুলিশে দিয়েছে এলাকাবাসী। তাদের কাছে আটটি রশিদ পাওয়া গেলেও কোনো গরু পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৩ই অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার হরিণচড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শালমারা গ্রামের মধ্যপাড়ায় মিনিট্রাক সহ তাদের আটক করেছে এলাকাবাসী। তারা পালানোর চেষ্টা করলে পুলিশকে খবর দিয়ে তাদের ধরিয়ে দেওয়া হয়।
আটককৃতরা হলেন—নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের সানা উদ্দিনের পুত্র শফিকুল ইসলাম (৩২) ও মিন্টু (২৪), ধর্মপাল রশিদপুর গ্রামের অহিদুল ইসলামের পুত্র নাজমুল (২১), আলতাফ হোসেনের পুত্র আমিনুর (৩৫), গোলনা ইউনিয়নের আব্দুল মজিদের পুত্র আব্দুর রহিম (৩৩)।
স্থানীয় ইউপি সদস্য বনমালী রায় জানান, রাত আনুমানিক তিনটার দিকে মিনি ট্রাক নিয়ে আটককৃতরা রাস্তায় দাঁড়িয়ে ছিল। সেসময় এলাকাবাসীর সন্দেহ হলে তাদেরকে চ্যালেঞ্জ করলে, তারা পালানোর চেষ্টা করে। তখন এলাকাবাসী আটক করে ডোমার থানা পুলিশে খবর দেয়। তাদেরকে আটকের সময় আটটি গরু ক্রয়ের রশিদ পাওয়া যায়, তবে তখন তাদের কাছে কোন গরু ছিল না।
ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, একটি মিনি ট্রাকসহ পাঁচজনকে এলাকাবাসী আটক করে পুলিশে দেয়। আজ বিকালে আটককৃতদের ১৫১ ধারায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
পত্রিকা একাত্তর / রিশাদ
আপনার মতামত লিখুন :