খুলনায় র‌্যাবের পরিচয় দিয়ে চাঁদাবাজি, আটক ১


জেলা প্রতিনিধি, খুলনা প্রকাশের সময় : ১১/১০/২০২২, ৭:৫৪ অপরাহ্ণ / ১৩৬
খুলনায় র‌্যাবের পরিচয় দিয়ে চাঁদাবাজি, আটক ১

খুলনা র‌্যাবের প‌রিচয় দি‌য়ে চাঁদাবা‌জি করার সময় এক চাঁদাবা‌জি‌কে গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাব-৬, র‌্যাব জানান,বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

গত ৬ অক্টোবর মোঃ সোহেল ও মোঃ কামরুল ইসলাম নামক দুই ব্যক্তি র‌্যাব পরিচয় দিয়ে মোসাঃ নিলুফা ইয়াসমিন নামক একজন মহিলার কাছে ৫০,০০০ টাকা চাঁদা দাবী করে। চাঁদার টাকা না দিলে তার ছেলে কে মেরে ফেলবে বলে ভয়ভীতি দেখায় এবং হুমকি দেয়। চাঁদার টাকা নিয়ে লবনচরা থানাধীন মহিরবাড়ি আরজু কালবাটের উপর একা আসতে বলে এবং কাউকে কিছু বলতে নিষেধ করে।

ভিকটিম ভয়ে ছেলের জীবন রক্ষার্থে ১২,০০০ টাকা প্রদান করে। নিলুফা ইয়াসমিন মোঃ সোহেল ও মোঃ কামরুল ইসলাম র‌্যাবের কোন সদস্য নয় বুঝতে পারে এবং নিজে বাদী হয়ে লবণচরা থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করে।
এরই ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর র‌্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি খুলনার লবনচরা থানাধীন ছোট বান্দা আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে চাঁদাবাজী মামলার পলাতক আসামী ১ মোঃ সোহেল(৩৮), ছোট বান্দা আমতলা গ্রামের ৩১নং ওয়ার্ড, লবনচরা থানার, খুলনা থেকে গ্রেফতার করেছে। ধৃত আসামীকে কেএমপি খুলনার লবনচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

পত্রিকা একাত্তর / আক্তারুল ইসলাম