লঞ্চঘাটে অতিরিক্ত অর্থ আদায় করায় একজনকে আটক

ভোলা জেলা প্রতিনিধি

৯ মে, ২০২২, ১ year আগে

লঞ্চঘাটে অতিরিক্ত অর্থ আদায় করায় একজনকে আটক

ভোলার ইলিশা লঞ্চঘাটে দীর্ঘ দিন ধরে ঘাট টিকিটের গায়ে ৫টাকা লিখে ১০টাকা জোড় করে আদায় করার দ্বায়ে লিটন নামের কাউন্টার ম্যান কে আটক এবং ঘাট ইজারাদার কে নগদ বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আটক মোঃলিটন (২৮)ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত বাচ্চু মাতুব্বরের পুত্র।

আজ (০৯মে)সোমবার দুপুর১২টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) ভোলা এর তথ্য ও প্রত্যক্ষ অংশগ্রহণে 'ইলিশা লঞ্চ ঘাটে'মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে, ঘাট টিকেট জাতীয় প্রতীক সরকার নির্ধারিত ৫ (পাঁচ) টাকার স্থলে ১০ (দশ) টাকা নেওয়ার অপরাধে কাউন্টার ম্যান 'মোঃ লিটন কে সাত দিনের জেল ও ঘাট ইজারাদার'কে নগদ বিশ হাজার টাকা জরিমানা করা হয়। ঘাট ইজারাদার এর পক্ষে তার প্রতিনিধি ফারুক আহমেদ' পরবর্তীতে বাড়তি টিকেট ফি আদায় করবে না মর্মে মুচলেকা প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট মোঃসালেহ আহমেদ, সাথে ছিলেন গৌতম গুহ। এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট মোঃছালেহ আহমদ সাংবাদিকদের জানান,ভোলায় যেখানে অনিয়ম এবং দুর্নীতি হবে আমরা সেখানেই অভিযান পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবো।

পত্রিকা একাত্তর / মহিউদ্দিন ভোলা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news