ভোলা সদরের বিভিন্ন দোকানে মোবাইল কোর্টে জরিমানা

ভোলা জেলা প্রতিনিধি

১০ মার্চ, ২০২২, ২ years আগে

ভোলা সদরের বিভিন্ন দোকানে মোবাইল কোর্টে জরিমানা

ভোলা সদর রোডে ও চকবাজারের বিভিন্ন পয়েন্টে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করে ২ দোকানিকে ৩০০০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল কোট। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন মুদি দোকানে পণ্যের অতিরিক্ত দাম এর বিরুদ্ধে অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি,প্রবাসী কল্যাণ শাখা) মোঃ জসিম উদ্দিন। অভিযানে বিভিন্ন দোকানে বোতলজাত সয়াবিন তেল বেশি দামে বিক্রি করছে কিনা তা মনিটরিং করেন। অভিযানে ভোলা সদর রোড়ে অবস্থিত শুভ আশা ফানিচার দোকানের ডিলিং লাইসেন্স না থাকার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে কাচারের রানা ট্রেডার্স কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মাক্স না পড়ার অপরাধে সজিব নামে এক জনকে ২ শত টাকা জরিমানা করা হয়।

এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা, প্রবাসী কল্যাণ শাখা) মোঃ জসিম উদ্দিন জানান প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

পত্রিকা একাত্তর/ নিয়াজ মাহমুদ জয়

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news