নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ব্যবস্থাপনা ও সেবার মান পর্যবেক্ষণ করতে সরেজমিনে পরিদর্শনে এসেছেন ডিপিএইচএন নীলিমা রাণী সাহা। সুসজ্জিত নার্সিং ব্যবস্থাপনার কারণে সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
রবিবার (১৬ই অক্টোবর) ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিপিএইচএন নীলিমা রাণী সাহা পরিদর্শনে এলে হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এরপর তিনি হাসপাতালে চিকিৎসাধীন সাধারণ রোগী, প্রসূতি রোগী ও অপারেশন থিয়েটারের রোগীদের সেবার জন্য সিনিয়র স্টাফ নার্স এবং মিডওয়াইফদের পৃথকভাবে বিন্যস্ত করায় মুগ্ধ হন এবং হাসপাতালের নার্সিং সেবার মান দেখে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া দায়িত্বরত সকল নার্স ও মিডওয়াইফদের দায়িত্বে সচেতন হয়ে দেশের সাধারণ জনগণের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান।
পরে, পরিদর্শনে আসা নীলিমা রাণী সাহা হাসপাতালের সুসজ্জিত নার্সিং ব্যাবস্থাপনার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পত্রিকা একাত্তর / রিশাদ
আপনার মতামত লিখুন :