স্বল্পমুল্যে ছানী ও ডায়াবেটিক রোগী বাছাই ক্যাম্প করা হয়


জেলা প্রতিনিধি, খুলনা প্রকাশের সময় : ১৫/১০/২০২২, ৬:৩৮ অপরাহ্ণ / ৯৬
স্বল্পমুল্যে ছানী ও ডায়াবেটিক রোগী বাছাই ক্যাম্প করা হয়

গতকাল সকালে বটিয়াঘাটা থানা হেড কোয়ার্টারস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আদ্-দ্বীন কমিউনিটি হেলথ্ এন্ড মাইক্রফাইনান্স প্রোগ্রামের সহযোগিতায় এবং আদ্-দ্বীন বটিয়াঘাটা শাখার সার্বিক তত্ত্বাবধানে স্বল্পমূল্যে ছানী ও ডায়াবেটিক রোগী বাছাই ক্যাম্প করা হয়।

বাছাই কৃত চক্ষু রোগীদের বিনা মূল্যে ছানী অপারেশন করা ও ডায়াবেটিক রোগী আদ্-দ্বীন হাসপাতালে সেবা মূল্যের অর্ধেক প্রদানের সুযোগ পাবেন গরিব রোগীরা ফ্রি রিডিধ চশমা পাবে, ক্যাম্প পরিচালনা করেন আদ-দ্বীন হাসপাতালের কার্ডিওলজি বিভরাজ আহাম্মেদ ও লিটন মন্ডল, উপসহকারী কমিউনিটি মেডিকেল হাসপাতাল উপসহকারি কমিউনিটি মেডিকেল

অফিসার, সুপ্রিয়া রায় প্যারামেডিকেল চিকিৎসক বটিয়াঘাটা শাখা, সার্বিক ব্যবস্থাপনায় আদ্-দ্বীন কমিউনিটি হেলথ্ এন্ড মাইক্রোফানান্স প্রোগ্রামের বটিয়াঘাটা উপজেলা শাখার শাখা ব্যবস্থাপক জনাব মোঃ নুর ইসলাম।

পত্রিকা একাত্তর / আক্তারুল ইসলাম