নীলফামারীর ডোমার উপজেলা সদরে অবস্থিত ফেন্সী ডেন্টাল হোমের ডেন্টিস্ট মো. ওমর ফারুককে ভুয়া চিকিৎসক আখ্যা দিয়ে সিভিল সার্জন বরাবর অভিযোগের ভিত্তিতে তদন্তে আসে স্বাস্থ্য সংশ্লিষ্ট পাঁচ সদস্যের একটি তদন্তকারী দল।
সোমবার (১০ই অক্টোবর) বিকাল ৪টার দিকে ডোমার বাজার নিউ মার্কেটে অবস্থিত ফেন্সী ডেন্টাল হোমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন কুমার রায়ের নেতৃত্বে তদন্তে আসে স্বাস্থ্য সংশ্লিষ্টরা।
এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ও তদন্ত কমিটির সদস্য সচিব ডা. মো. মনিরুজ্জামান রুকু, তদন্ত কমিটির সদস্য ও মেডিকেল অফিসার ডা. ফায়েজা ইসলাম, ডা. নাহিদা তাসনিম ও স্যানিটারি ইন্সপেক্টর মো. আল-আমিন রহমান।
তদন্তের ব্যাপারে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও তদন্ত কমিটির আহ্বায়ক ডা. তপন কুমার রায়
বলেন, আমরা অভিযুক্ত ডেন্টিস্ট মো. ওমর ফারুকের সকল সনদপত্র নিয়েছি। নীলফামারীর সিভিল সার্জন বরাবর দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। এরপর সিভিল সার্জন সিন্ধান্ত গ্রহণ করবেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ফেন্সী ডেন্টাল হোমের ডেন্টিস্ট মো. ওমর ফারুক তার চিকিৎসার প্রচারপত্র এবং সাইনবোর্ডে ভুয়া ডিগ্রী উল্লেখ করেছেন। একেক জায়গায় ভিন্ন ভিন্ন কলেজের নাম উল্লেখ করেছেন। এছাড়া তিনি দালালের মাধ্যমে পাশাপাশি দুটি চেম্বারে নিয়মিত রোগী দেখেন। কয়েক বছর আগে ডিপ্লোমা ডিগ্রী নিলেও সাইনবোর্ডে ১৭ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মানুষের সাথে প্রতারণা করছেন বলে অভিযোগ করা হয়। তার ডিগ্রীর বিষয়ে জানতে চাইলে অভিযোগকারীদের বিভিন্নভাবে হুমকি ও গালাগালি করার কথাও উল্লেখিত রয়েছে।
অভিযোগের ব্যাপারে ডেন্টিস্ট মো. ওমর ফারুক তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার সকল সনদপত্র তদন্ত কমিটির কাছে জমা দিয়েছি। তারাই পরীক্ষা-নিরীক্ষা করে যাচাই করবে আমার সনদ ও ডিগ্রীগুলো ভুয়া না আসল।
পত্রিকা একাত্তর / রিশাদ
আপনার মতামত লিখুন :