চলনবিলে নৌকা ভ্রমনের নামে চলছে অপসংস্কৃতি

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর

১৫ জুলাই, ২০২২, ১ year আগে

চলনবিলে নৌকা ভ্রমনের নামে চলছে অপসংস্কৃতি

চলনবিলে নৌকা ভ্রমণের নামে চলছে অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপ। এতে ক্ষুব্ধ চলনবিলে পরিবার নিয়ে ঘুরতে আসা ভ্রমণ পিপাসুরা। সরেজমিনে চলনবিলের বিভিন্ন এলাকা ঘুরে গিয়ে দেখা যায় বেশিরভাগ ভ্রমণ নৌকার সামনে অশ্লীল পোশাকে নাচছেন নর্তকীসহ হিজড়ারা।

আর এদের সঙ্গে নৌকায় নেশাজাতীয় দ্রব্য পান করে নাচছেন কিশোর-যুবকরা। খোঁজ নিয়ে জানা যায়, এসব নর্তকী ও হিজড়াদের অন্য জায়গা থেকে টাকা দিয়ে এনে অবৈধ এমন কর্মকাণ্ড চালায় ভ্রমণে আসা যুবকরা। নর্তকী ও হিজড়া থাকা নৌকাগুলোর বেশিরভাগ অংশই ছাউনি দেওয়া।

আর দিনে নাচের মাধ্যমে আনন্দ দিলেও রাতে ঘটছে অসামাজিক কার্যকলাপ। বর্ষা মৌসুমে প্রতিদিনই ছোট-বড় অসংখ্য ভ্রমণ নৌকা চলে নদীতে। কিন্তু নৌকা ভ্রমণের নামে নদীতে বাজানো হয় অতিরিক্ত শব্দে গান-বাজনা।

হিন্দি ও ডিজে গানের তালে তালে চলে অশ্লীল নৃত্য, অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবন এমনি পরিবারের সাথে ঘুরতে আসা মেয়েদের সাথে করছেন অশ্লীল ইঙ্গিত,অকথ্য ভাষাসহ খারাপ আচরণ। ফলে নৌকা ভ্রমণের নামে অপসংস্কৃতির চর্চা, শব্দ-দূষণ ও মাদকের উপদ্রব বৃদ্ধি পেয়েছে।

সুশীল সমাজের দাবি, এমন এমন অপসংস্কৃতি চলতে থাকলে এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন না করলে তাহলে অচিরেই চলনবিল পর্যটক শূন্য হয়ে পড়বে।তাই প্রশাসনিক কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করে দ্রুত আইনী প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

পত্রিকাএকাত্তর /সোহাগ আরেফিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news