অনলাইনে চিরচেনা একটি মুখ মিস্টার বিন। বাংলার মিস্টার বিনের মুখোশে রয়েছেন রাশেদ শিকদার। পাবনার বেড়া উপজেলার খানপুর গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম বাংলার মিস্টার বিন রাশেদের। ছোটবেলা থেকেই জাদুশিল্পী হওয়ার স্বপ্ন তার।
মিস্টার বিন হয়ে ওঠার গল্পটা ছিল অনেকটা অদ্ভুত। ছোটবেলা থেকেই যেহেতু রাশেদের স্বপ্ন ছিল মানুষকে জাদু দেখাবে নিজেকে মানুষের সামনে ম্যাজিশিয়ান হিসেবে তুলে ধরবে তারই পেক্ষাপটে রাশেদের স্বপ্ন পূরণ হলো। ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত তিনি নিয়মিত বাংলাদেশ টেলিভিশনে "চোখের পলকে" ম্যাগাজিন অনুষ্ঠানে ম্যাজিক দেখিয়ে থাকেন। অবশ্য এই ম্যাজিশিয়ান থেকেই রাশেদের বাংলার মিস্টার বিন হয়ে ওঠা।
বাংলার মিস্টার বিন রাশেদ শিকদার পত্রিকা একাত্তরকে জানান, মিস্টার বিন হয়ে ওঠার শুরুটা খুবই ভালো ছিল। সবাই তাকে ভালোভাবেই গ্রহণ করে নিচ্ছিল বিশেষ করে বাচ্চারা। তাকে নিয়ে অনেক উৎসাহ এবং উদ্দীপনা সৃষ্টি হয়েছিল এতে করে তার জনপ্রিয়তা খুব সহজেই মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, জাদু হলো একটি বিজ্ঞান ভিত্তিক শিল্প। আমি যখন প্রাইমারিতে পড়ি তখন আমাদের স্কুলে একজন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখিয়েছিলেন, সেখান থেকেই এই জাদুর প্রতি আমার আগ্রহটা তৈরি হয়েছিল। তখন আমার ইচ্ছা হল আমি বড় হয়ে ম্যাজিশিয়ান হব। কিন্তু কে শেখাবে জাদু? খুঁজতে খুঁজতে আমি ২০১০ সালে প্রিন্স আকাশ নামে একজন ম্যাজিশিয়ানের দেখা পেলাম এবং তার কাছেই আমার প্রথম জাদুর হাতে খড়ি হয়।
জাদু দেখাতে গিয়ে নিজের আরেক প্রতিভার সন্ধান পান রাশেদ, রোয়ান সেবাস্টিয়ান অ্যাটকিনসনের সাথে তার চেহারার মিল। তাকে রাতারাতি গড়ে তোলে বাংলার মিস্টার বিন।
তিনি বলেন, যখন আমি মঞ্চে ম্যাজিক দেখাই তখন কোট-টাই পরি। অনেকেই আমাকে বলতো আমার ফেইস মিস্টার বিন এর সাথে মিলে যায়, কিন্তু আমি সেগুলোকে গুরুত্ব দিতাম না। এই ঘটনার দীর্ঘদিন পর এম রহমান নামের এক ম্যাজিশিয়ান উনি আমাকে বললেন যে, রাশেদ তুমিতো ম্যাজিশিয়ান, তোমার ফেইস মিস্টার বিন এর সাথে অনেকটা মিলে যাচ্ছে সুতরাং তুমি এটাও কিন্তু ট্রাই করতে পারো। আশা করি ভালো কিছু হবে। এরপর থেকে আমি একটু চেষ্টা করেছি এবং এই একটু চেষ্টার ফলে ভালো সাড়া পাচ্ছি। যদিও আমার নিজেকে কখনো সেলিব্রিটি মনে হয়না, তবে দর্শক যখন বলে যে আমাকে মিস্টার বিন এর মত লাগে তখন আমার খুবই ভালো লাগে।
বর্তমান পেক্ষাপটে বাংলাদেশের কোন টিভি চ্যানেলে ম্যাজিক/ জাদু নিয়ে তেমন প্রতিবেদন তৈরি করা না হলেও বাংলার মিস্টার বিন রাশেদের চেষ্টা, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন লাইভ অনুষ্ঠানের মাধ্যমে এটি বাংলার মানুষের মাঝে বিরাজমান রাখা। জাদুশিল্প বাংলার মাটি থেকে যেন উঠে না যায় সে চেষ্টায় রাশেদ ব্যক্তিগতভাবে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের মাঝে সুস্থ বিনোদন দিয়ে যাচ্ছেন।
রাশেদের ইচ্ছে জাদুশিল্প পৃথিবীজুড়ে সকল মানুষের মধ্যে বিরাজমান থাকুক, কেননা এটি এমন এক বিনোদন মাধ্যম যাতে রয়েছে শিক্ষা এবং সামাজিক বোধ। এছাড়াও অশ্লীলতার কোন ছোঁয়া নেই এই জাদু শিল্পের মধ্যে। পরিবারের সকলেই একসাথে বসে এই অনুষ্ঠান উপভোগ করতে পারে তাই যাদের আগ্রহ আছে অবশ্যই এই শিল্পকে ধরে রাখতে পারে। জাদু শিল্প ধরে রাখতে কেউ আগ্রহ প্রকাশ করলে তার জন্য রয়েছে বাংলাদেশে বেশ কিছু ম্যাজিক একাডেমী এবং বাংলাদেশ ম্যাজিক ফেডারেশন, তারা মাঝেমধ্যেই কর্মশালার আয়োজন করে থাকে।
এছাড়া বর্তমান সময় প্রযুক্তির ব্যবহারে মানুষ সব কিছুই করতে পারে ইউটিউব সহ বিভিন্ন ভিডিও প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে জাদু শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে। এমনকি যদি কারো বেশি আগ্রহ হয়ে থাকে সে ক্ষেত্রে রাশেদের মাধ্যমেই তিনি জাদু শিক্ষার এই শিল্পটাকে নিজের মধ্যে গ্রহণ করতে পারবে।
বাংলার মিস্টার বিন পরিচয় মানুষের মাঝে সুস্থ বিনোদন দেওয়া বিভিন্ন অনুষ্ঠানে ম্যাজিক দেখানো সবকিছু মিলিয়ে তার মধ্যে অত্যন্ত ভালো লাগা কাজ করে, তিনি বলেন আমার এই অনুভূতি বলে বোঝাতে পারবো না। মানুষের ভালবাসায় আমি কৃতজ্ঞ।
বাংলার মিষ্টার বিন হিসেবেই তিনি অধিকাংশ মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন, তবে অনেকেই তার নিজের নাম জানেন না, মিস্টার বিন নামে পরিচিতি পেয়ে আজ তার নিজের নাম হারিয়ে যেতে বসেছে। তিনি চান একজন জাদুশিল্পী হিসেবে রাশেদ শিকদার নামটাও মানুষের মাঝে বিরাজমান থাকুক।