ডোমারে সেচ পাম্প ঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৬ আগস্ট, ২০২২, ১ year আগে

ডোমারে সেচ পাম্প ঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

নীলফামারীর ডোমার উপজেলার একটি সেচ পাম্প ঘর থেকে গত ৭ দিন আগে অটো ইজিবাইক সহ নিখোঁজ হওয়া মো. আরিফ হোসেন (১৪) নামের এক কিশোরের অর্ধগলিত গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬শে আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ডোমার সদর ইউনিয়নের মাঝাপাড়া এলাকার সাধুর আশ্রমের পাশের একটি সেচ পাম্প ঘর থেকে পুলিশ, ডিবি, সিআইডির তদন্তের মাধ্যমে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মরদেহটি গত সাতদিন আগে নিখোঁজ হওয়া আরিফের। সে ডোমার পৌরসভার ৪নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকার মো. আনোয়ার হোসেনের পুত্র। সে গত ১৯শে আগষ্ট (শুক্রবার) বিকালে তার বাবার অটো ইজিবাইক নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। নিখোঁজের ব্যাপারে তার বড়বোন মোছা. ঝর্ণা আক্তার শনিবার (২০শে আগষ্ট) ডোমার থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

পুলিশ সুত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসী খবর দিলে সেখানে যাওয়া হয়। সেচপাম্প ঘরটি হতে অনেক দূর্গন্ধ বের হওয়ায় দরজা খুলে দেখা যায়, মরিচের শুকনো গাছ দিয়ে সম্পূর্ণ শরীর ঢাকা।

শুধু দু’টি পা বের হয়ে আছে। পুলিশ, ডিবি ও সিআইডি যৌথভাবে মরদেহ তদন্ত করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। অর্ধগলিত মরদেহ দেখে কেউ চিনতে না পারলেও সেখানে পড়ে থাকা স্যান্ডেল ও ঘড়ি দেখে নিখোঁজ হওয়া কিশোর আরিফের বোন ঝর্ণা আক্তার প্রাথমিকভাবে শনাক্ত করে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, প্রাথমিকভাবে স্যান্ডেল ও হাতের ঘড়ি দেখে ঝর্ণা আক্তার নামে এক নারী তার নিখোঁজ ভাই বলে প্রাথমিকভাবে শনাক্ত করেছে। ময়নাতদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news