এবার হিন্দি সিনেমায় অভিনয় করছেন দর্শনা বণিক


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ২৩/১০/২০২২, ২:১৭ অপরাহ্ণ / ১২৩
এবার হিন্দি সিনেমায় অভিনয় করছেন দর্শনা বণিক

দর্শনা বণিক একজন ভারতীয় মডেল ও অভিনেত্রী।তিনি মূলত বাংলা ও তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন। তিনি একজন মডেল।তিনি তার কর্মজীবন শুরু করেন বিভিন্ন ব্র্যান্ড যেমন কালার্স‌, ভোডাফোন, এবং বোরোলিন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে।

এবার হিন্দি সিনেমায় অভিনয় করছেন দর্শনা বণিক।‘নোটারি’ নামের এই ছবির শুটিং চলছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালে। এরপরে মুম্বাইয়ে শুটিং হবে। এই সিনেমার মাধ্যমে হরভজন সিংয়ের স্ত্রী গীতা বসরাও দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন।

এছাড়াও এই ছবিতে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিটি পরিচালনা করছেন সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের পুরস্কারপ্রাপ্ত পরিচালক পবন ওয়াদেয়ার।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ