“শ্রাবন জোৎস্নায়” চলচ্চিত্রে সাদিয়া শিমুল


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১৯/১০/২০২২, ৮:২৫ পূর্বাহ্ণ / ৮৫
“শ্রাবন জোৎস্নায়” চলচ্চিত্রে সাদিয়া শিমুল

এ প্রজন্মের ব্যস্ত উপস্থাপিকা সাদিয়া শিমুল উপস্থাপনার পরিচয়ের পাশাপাশি এবার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ইমদাদুল হক মিলনের গল্প অবলম্বনে “শ্রাবন জোৎস্নায়” ছবিটি নির্মাণ করা হচ্ছে। সরকারি অনুদানের ছবিটি পরিচালনা করছেন আবদুস সামাদ খোকন এবং প্রযোজনা করবেন তামান্না সুলতানা।



সাদিয়া বলেন , আলহামদুলিল্লাহ্ পরম করুনাময় আল্লাহর অশেষ কৃপায়, বাবা-মায়ের আশির্বাদে আজ ১৩-৯-২০২২ ইং তারিখে একটি সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলাম।আমার চরিত্রের নাম ভ্রমর। কানাডা থাকে । উচ্চবিত্ত পরিবারের মেয়ে। সবাই আমার জন্য দু’আ করবেন।



অনেক অনেক কৃতজ্ঞতা আমার এই চলচ্চিত্রের প্রযোজক এবং পরিচালকের প্রতি । আশা করছি একটি চমৎকার মানসম্পন্ন কাজ হবে ইনশাআল্লাহ।

জানাগেছে, আগামী ১৮ সেপ্টেম্বর মিরপুর ডিওএইচএস এবং এফডিসি তে শুটিং হবে ।



পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ