বুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ডোমারের রাসেল

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১ জুলাই, ২০২২, ১ year আগে

বুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ডোমারের রাসেল
বুয়েটে চান্স প্রাপ্ত রাসেল ইসলাম।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে নীলফামারীর ডোমার উপজেলার কৃতি সন্তান রাসেল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার (৩০শে জুন) রাতে প্রকাশ করা হয় বুয়েটের ভর্তি পরীক্ষার ফলাফল। এতে রাসায়নিক প্রকৌশল বিভাগে চান্স প্রাপ্ত রাসেল মেধাতালিকায় ৮৭৯ তম স্থান অধিকার করে।

রাসেল ইসলাম ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ এলাকার রশিদুল ইসলাম ও ববিতা বেগম দম্পতির সন্তান। সে ২০১৯ সালে বাগডোকরা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০২১ সালে মির্জাগঞ্জ মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাশ করে।

বুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া রাসেল বলেন, মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে আমার স্বপ্ন পূরণ হলো। বুয়েটে চান্স পেয়ে আমার পরম শ্রদ্ধেয় বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমি অত্যন্ত খুশি। আমাদের মির্জাগঞ্জ মহাবিদ্যালয় থেকে প্রথম আমিই বুয়েটে চান্স পাওয়ায় নিজেকে গর্বিত মনে হচ্ছে।

উল্লেখ্য, রাসেলের এমন সাফল্যে আনন্দিত এলাকাবাসী ও তার পরিবার। তার শিক্ষকরাও শুভেচ্ছা জানিয়ে আনন্দ প্রকাশ করেছে। সকলের কাছে তার পরবর্তী পড়াশুনায় আরও ভালো করে দেশের সেবা করার সক্ষমতা অর্জনের জন্য দোয়া চেয়েছে রাসেল।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news