শাহরুখ খানের টিশার্ট চুরি করে স্টাইল মারছেন আরিয়ান


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১৯/১০/২০২২, ৮:০৯ পূর্বাহ্ণ / ৪৩
শাহরুখ খানের টিশার্ট চুরি করে স্টাইল মারছেন আরিয়ান

বলিউডের সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।অনেক আগে জানা গেছে বলিউডে পা রাখছেন আরিয়ান খান । তবে ক্যামেরার সামনে নয়, পেছনে। শাহরুখ খান পুত্র নাকি ওয়েব সিরিজের পরিচালনা করতে চলেছেন, খবর মিলেছিল এমনটাই। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল অন্য ছবি। গ্ল্যাম দুনিয়ায় পা রেখে ফেললেন আরিয়ান। তাও আবার বাবার শার্ট চুরি করে!



একটি বিজ্ঞাপনের কিছু ছবি শেয়ার করেছেন আরিয়ান। এক জনপ্রিয় জুতোর ব্র্যান্ডের বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি। ভিন্ন ভিন্ন পোজে কয়েকটি ছবি শেয়ার করেছেন আরিয়ান। বাবা শাহরুখের সঙ্গে তাঁর হুবহু মিল দেখে অবাক নেটিজেনরা। তবে সবথেকে ভাইরাল হয়েছে কিং খানের কমেন্ট



ছেলের লুক এবং নিজের সঙ্গে মিলের ভূয়সী প্রশংসা করেছেন শাহরুখ। আরিয়ানকে নিয়ে বাস্তবিকই গর্বিত তিনি। তবে তার মাঝেই একটা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বাদশা, ওই ধূসর টিশার্টটা তাঁর না? শেষমেষ ছেলেকে চোরের অপবাদ দিলেন শাহরুখ!

অবশ্য বাবার অভিযোগ অস্বীকার করেননি আরিয়ান। উত্তরে লিখেছেন,তোমার জিন আর টিশার্ট হাহা! কমেন্ট করেছেন বোন সুহানা খান, গর্বিত মা গৌরী খান, করন জোহর, সঞ্জয় কাপুর, মাহিপ কাপুর, ভাবনা পাণ্ডে, সীমা সজদেহ, ত্রিধা চৌধুরীরা।



পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ