দিনাজপুরে জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, দিনাজপুর

১৬ আগস্ট, ২০২২, ১ year আগে

দিনাজপুরে জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে ৯ সংগঠনের ডাকা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

আজ দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনে থেকে জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল দিনাজপুর জেলা শাখার বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিমতলা মোড়ে সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন দিনাজপুর জেলা পাঠচক্র ফোরামের সমন্বয়ক এ.এস.এম. মনিরুজ্জামান, সদস্য অজয় রায়, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল দিনাজপুর জেলা আহ্বায়ক গৌতম কুন্ডু, দিনাজপুর শহর শাখার আহ্বায়ক হারুন অর রশিদ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল এর কেন্দ্রীয় আহ্বায়ক সন্তোষ গুপ্ত। বক্তারা বলেন, বর্তমান ভোট ডাকতির অবৈধ সরকার দুর্নীতি, লুটপাটের জন্য জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে জনগনের উপর বর্ধিত মূল্যের বোঝা চাপিয়ে দিচ্ছে।

বক্তারা আরো বলেন সরকার আর মালিকগোষ্ঠী যোগসাজশে জনগনকে লুট করছে। তাই এই অসহনীয় মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তে জনগণ যখন দিশেহার তখন মালিক শ্রেণীর রাজনৈতিক দলগুলো এর বিরুদ্ধে জোরদার আন্দোলনে মাঠে নামছে না। এই সমস্ত লুটপাটকারী ধনিক শ্রেণী দেশের সম্পদ লুট করে বিদেশে সেকেন্ড হোম বানিয়েছে।

এরা জনগনকে ভয়াবহ সংকটের মধ্যে নিক্ষেপ করে জনঅসন্তোষের মুখে পরলে আরো কোন বর্বর ফ্যাসিস্ট শক্তির সাথে হাত মিলিয়ে দেশ থেকে পালিয়ে যাবে, শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তানের শাসকদের মতো। তাই সুজলা, সুফলা, সম্পদে ভরপুর বাংলাদেশকে এই লুটেরাদের হাত থেকে রক্ষা করতে হলে এদেশের শ্রমজীবী মেহনতী মানুষকেই ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে।

বক্তরা শ্রমিক, কৃষক, মেহনতী মানুষের সেই আন্দোলনে, দেশের নিম্নবিত্ত, মধ্যবিত্ত জনসাধারনসহ সর্বস্তরের দেশপ্রেমিক মানুষ কে সক্রিয় অংশগ্রণ করার আহ্বান জানান। বক্তারা আগামী ২৫ আগস্ট দেশব্যাপী অর্ধ দিবস হরতাল সফল করার জন্য সবাইকে আহ্বান জানান।

পত্রিকাএকাত্তর /আজিজার রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news