patrika71
ঢাকামঙ্গলবার - ১৮ অক্টোবর ২০২২
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাবে “টাইগার ৩”

বিনোদন ডেস্ক
অক্টোবর ১৮, ২০২২ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বলিউডের ‘ভাইজান’ সলমন খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার ৩’ নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। প্রায়ই শুটিংয়ের বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে অপেক্ষা আরও বেড়েছে। প্রকাশ্যে এল টাইগার ৩-এর পোস্টার। পাশাপাশি, ঘোষণা হল ছবি মুক্তির ক্ষণ।

সালমন খান নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ার করেছেন। ছবিতে অভিনেতার একটি চোখ এবং হাতের কিছু অংশ দেখা যাচ্ছে। অনুমান করা হয়েছে, এবারেও অভিনেতার পোশাকের সঙ্গে আগের ভাগ দুটির মিল থাকতে পারে।

শনিবার টাইগার ৩ মুক্তির নতুন দিনক্ষণ ঘোষণা করা হল যশ রাজ ফিল্মসের তরফে। জানা গেছে, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাবে এই ছবি। ছবিতে ক্যাটরিনা কাইফ থাকছেন। এটি সিনেমাহলেই মুক্তি পাচ্ছে প্রাথমিক পর্যায়ে। ওটিটি মাধ্যমে তার পরে মুক্তি পাবে ছবি দেখার সুযোগ পাবেন সিনেপ্রেমীরা।

তবে শুধু হিন্দি নয়, তার পাশাপাশি তামিল এবং তেলুগু ভাষাতেও মুক্তি পাবে ‘টাইগার ৩’। সারা ভারতেই একই সঙ্গে মুক্তি পাবে এই ছবি।

আদিত্য চোপড়া প্রযোজিত এবং মনিষ শর্মা পরিচালিত এই ছবিতে কেমিও চরিত্রে দেখা যাবে বলিউডের কিং খান শাহরুখ খানকে। ভয়ঙ্কর ভিলেনের চরিত্রে দেখা যাবে ইমরান হাসমিকে।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ