নব নির্মিত মসজিদ শুভ উদ্বোধন করলেন – আহমেদ শরীফ


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১৪/১০/২০২২, ৮:০৮ অপরাহ্ণ / ১২৬
নব নির্মিত মসজিদ শুভ উদ্বোধন করলেন – আহমেদ শরীফ

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ। বর্তমানে অভিনয়ে ছেড়ে যুক্তরাষ্ট্রে পরিবারসহ পাড়ি জমিয়েছেন খলনায়ক আহমেদ শরীফ। বর্তমানে বসবাস করছেন নিউইয়র্কে। সম্প্রতি দেশে এসেছেন তিনি। দেশে আসার পর নিজ গ্রাম কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়ায় একটি মসজিদ নির্মাণ করছেন আহমেদ শরীফ।

জানা যায়, মসজিদের নাম দিয়েছেন ‘আহমেদিয়া জামে মসজিদ’। নব নির্মিত বানিয়াপাড়া জামে মসজিদের শুভ উদ্বোধন করেন বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফ। আলোচনা, দোয়া মাহফিলের মাধ্যমে উক্ত নব নির্মিত মসজিদের শুভ উদ্বোধন হয়।

এসময় উপস্থিত ছিলেন স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ আরমান উদ্দিন আহমেদ, ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক এস,এম সুমন সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আহমেদ শরীফ বলেন, আজকে আমার জন্য খুব খুশির দিন। আমি চিন্তা করেছিলাম একটা মসজিদ আমি কি করে করবো, আমার ধারনাই ছিলো না আমি পারবো। আল্লাহুর রহমতে এবং সকলের দোয়ার কারণেই এই মসজিদ করতে পেরেছি। তিনি বলেন, এই মসজিদের টানে আমি দেশে চার বার এসেছি সুদুর আমেরিকা থেকে। ওখানে আমার ঘুম হয় না, আমি ঘুমাতে পারিনা, যে আমার মসজিদের কি হলো? কখন পাবো। কবে আমার স্থানীয়রা নামাজ পড়বে, আমি দেখে যেতে পারবো। আজ সেই দিন, আমি দেখেছি আমার গ্রামের প্রিয় মুসল্লি ভাইয়েরা এখানে নামাজ আদায় করছে।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ