নদীতে অবৈধ বালু উত্তোলনে ড্রেজার মেশিন জব্দ

ভোলা জেলা প্রতিনিধি

৩০ মে, ২০২২, ১ year আগে

নদীতে অবৈধ বালু উত্তোলনে ড্রেজার মেশিন জব্দ

ভোলার তেতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন করার সময় একটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভোলা থানা পুলিশপুলিশ সুপার, ভোলা এর নির্দেশনা মোতাবেক মো: এনায়েত হোসেন অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা, ভোলার নের্তৃতে রবিবার (২৯ মে) রাতের দিকে পুলিশ সুপারের নির্দশনা মোতাবেক ভোলা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আরমান হোসেন, ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) গোলাম মোস্তফাসহ সঙ্গিয় ফোর্স তেতুলিয়া নদী হইতে অবৈধ বালু উত্তোলন অভিযান পরিচালনা কালে একটি নৌকার উপর হইতে দুইটি বালু উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ করেন।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মেশিন পরিচালনাকারীরা পালিয়ে যায়।চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত মর্মে জানা যায়। অভিযুক্তদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এ সংক্রান্তে ভোলা সদর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্হাপনা আইন ২০১০ মোতাবেক নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

ইতিপূর্বে তেতুলিয়া নদী হইতে অবৈধ বালু উত্তোলনের ফলে ভোলা সদর থানার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট এলাকায় নবনির্মিত ভোলা টেক্সটাইল ইনস্টিটিউট নদী ভাঙ্গনে বিলিন হওয়ার হুমকির মুখে পড়ে।বিষয়টি ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম,নজরে আসলে থানা পুলিশকে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযান পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন।

পত্রিকা একাত্তর /মহিউদ্দিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news