সুন্দরগঞ্জে কালবৈশাখী তাণ্ডবে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি

উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ

২৭ এপ্রিল, ২০২২, ১ year আগে

সুন্দরগঞ্জে কালবৈশাখী তাণ্ডবে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়েরর তান্ডবে ও শিলা বৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌর সভার উপর দিয়ে বয়ে যাওয়ার ঘন্টাব্যাপী শিলা বৃষ্টিতে বাড়ীঘর গাছপালাসহ কাল বৈশাখী ঝড়ো হাওয়ায় পাঁকা ও আধাপাঁকা ইরি ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শিলা বৃষ্টি হওয়ায় পাকাঁ ধান ঝড়ে পড়ে এবং ধানের গাছ নুয়ে পড়ায় কৃষকের মাথায় যেনো বাজ পড়েছে। এছাড়াও নিচু এলাকার অধিকাংশ ধানক্ষেত আংশিক ডুবে যাওয়াসহ সবজি ক্ষেত, আমের কুড়ি, ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তারাপুর ইউনিয়নের উত্তর তারাপুরের কৃষক তারেকুল ইসলাম তারেক জানান, আমার জমি ধান মাড়াই করার সময় হয়েছিলো তবে আর আমার ধান মাড়াই করার আগে ধান জমির মর্ধে পড়ে গেছে। এদিকে ঝড়ো হাওয়ায় উপজেলার সোনারায়, তারাপুর, বেলকা, দহবন্দসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রজাতির গাছপালা ভেঙ্গে গেছে।

ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে কাঁচা ঘর বাড়ি। তবে সরকারিভাবে এখন পর্যন্ত কোন প্রকার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম রেজা জানান, কাল বৈশাখী ঝড়ে ও শিলা বৃষ্টিতে তার ইউনিয়নে ইরি ধানক্ষেতের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেয়ার মতো নয়।

উপজেলা কৃষি অফিসার রাশেদুল কবির জানান, কালবৈশাখী ঝড়ো হাওয়ায় ও শীলা বৃষ্টিতে ফসলের যে, পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরুপনের জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তরা মাঠ পর্যায়ে কাজ করছেন।

পত্রিকা একাত্তর /হযরত বেল্লাল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news