২৬ বছরে পা রাখলেন আভেরি থোর্ন


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ০৮/১০/২০২২, ১১:১২ অপরাহ্ণ / ৯৬
২৬ বছরে পা রাখলেন আভেরি থোর্ন

আভেরি থোর্ন একজন মার্কিন অভিনেত্রী ও গায়িকা। আজ এই অভিনেত্রী ২৬তম জন্মদিন। ৮ই অক্টোবর ১৯৯৭ সালে থোর্ন প্রেমব্রুক পাইনস, ফ্লোরিডায় জন্মগ্রহণ করেন। তার পিতা-মাতা হচ্ছেন তামারা এবং ডিলান্সেই রেয়নাল্ডো রেয়থ্রন।তার তিনজন অগ্রজ সহোদর রয়েছে। তারা হচ্ছে, কাইলী,ড্যানিয়েল, এবং রেমি, তারাও হচ্ছে অভিনেতা। তার পিতা একজন কিউবান বংশোদ্ভূত। তিনি আরো বর্ণনা করেছেন তার পূর্বপুরুষগন ইতালীয় এবং আইরিশ বংশোদ্ভূত।

তিনি অভিনয় করেছেন রুথি স্পিভেই চরিত্রে মাই ওন ওষ্ট এনিমি টেলিভিশন ধারাবাহিকে, টেন্সি হেনরিকসন চরিত্রে বিগ লাভ এর আসন্ন মৌসুমে, এবং সিসি জোনস চরিত্রে ডিজনি চ্যানেলের সম্প্রচারিত সেইক ইট আপ ধারাবাহিকে।তিনি আরো আবিভূর্ত হয়েছেন হিলারি/”ল্যারি” চরিত্রে ব্লেনডেড চলচ্চিত্রে এবং সিলিয়া চরিত্রে আলেকজান্ডার অ্যান্ডড দ্য টেরিবল, হরিবল, নো গুড, ভেরি ব্যড ডে চলচ্চিত্রে। ২০১৫-এ, তিনি মেডিসন চরিত্রে দ্য ডাফ, আমান্ডা চরিত্রে পারফেক্ট হাই এবং হ্যাজেল চরিত্রে বিগ স্কাই চলচ্চিত্রে অভিনয় করেছেন। থ্রন সম্প্রতি পেইজ চরিত্রে ফ্রিফর্ম চ্যানেলের, ফেমাস ইন লাভ ধারাবাহিকে অভিনয় করছেন।

বেলা থ্রন প্রকাশ করেছেন দুইটি সম্প্রসারিত বাজনা, তিনটি একক গান, একটি ফিচার গান, চারটি প্রচারণামূলক একক, এবং ছয়টি গানের ভিডিও। থ্রনেন প্রথম একক, “ওয়াচ মি”, ফিচারিং যেনদায়া প্রকাশিত হয় ২১ জুনে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিলবোর্ড হট ১০০ তালিকায় ৮৬ নম্বরে অবস্থান করে। ইউএস টপ হিটসিকার্স তালিকায় ৯ম স্থানে অবস্থান করে। এবং রিয়া কর্তৃক: গোল্ড স্বীকৃতি পায়। দ্বিতীয় একক, “টাইলজক্স”, প্রকাশিত হয় ৬ই মার্চে , এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিলবোর্ড হট ১০০ তালিকায় ৯৭ তম হিসেবে অবস্থান করে।

মার্চ ২০১৩-এ, বেলা থ্রন ঘোষণা দেন তিনি হলিউড রেকডর্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন, এবং তার অভিষেক গানের জন্য কাজ করছেন। ২রা মে, ২০১৪-এ, তার অভিষেক অ্যালবামের নাম কল ইট হোয়াটএভার এর নাম জানা যায়।এবং, ১৪ই মে, তিনি তার অভিষেক একক “কল ইট হোয়াটএভার” প্রকাশিত হয়। ১৫ই অক্টোবর, থ্রন জানান তার অভিষেক অ্যালবাম বাতিল করা হয়েছে এবং তিনি একটি ইপি, জার্সি প্রকাশিত করেন ১৭ই নভেম্বর, ২০১৪-এ।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ