ডোমারে ওএমএস চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

ডোমারে ওএমএস চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন
ওএমএস চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

খাদ্য বান্ধব কর্মসূচি এবং নিম্ন আয়ের মানুষের জন্য নীলফামারীর ডোমারে খোলা বাজারে বিক্রির (ওএমএস) আওতায় প্রতি কেজি ৩০ টাকায় চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয়—‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’।

বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) সকাল ৯টায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস কার্যক্রমের চাল বিক্রয়ের উদ্বোধন করেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলার সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী, ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক আব্দুল আউয়াল, ট্যাগ অফিসার সহকারী শিক্ষা কর্মকর্তা রাকিবুল ইসলাম, সহকারী উপ-খাদ্য পরিদর্শক আলতাফ হোসেন আপন প্রমুখ।

উদ্বোধনী দিনে তিনজন ডিলারের মাধ্যমে ডোমার উপজেলা শহরের ৩টি পয়েন্টে ওএমএস চাল বিক্রয়ের কার্যক্রয় শুরু হয়। চিকনমাটি মোড়ে ডিলার মোস্তাফিজুর রহমান (বিদ্যুৎ), উপজেলা মোড়ের ডিলার রবিউল হক ও আন্ধারুর মোড়ের ডিলার শফিকুল ইসলাম। তাদের মাধ্যমে শহরের মোট ৬ হাজার কেজি চাল বিক্রয় করা হবে।

উল্লেখ্য, খোলা বাজারে বিক্রি তথা ওএমএস কর্মসূচীর আওতায় প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার (ছুটির দিন) ব্যতীত প্রতিদিন ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ৩০ টাকা দরে জনপ্রতি সর্বোচ্চ ৫ কেজি করে চাল নিতে পারবে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news