ডোমারে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ৩০/১০/২০২২, ৩:২০ অপরাহ্ণ / ৪৪১
ডোমারে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি

নীলফামারীর ডোমার উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে আজ।

রবিবার (৩০শে অক্টোবর) সকাল ১১টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় মাঠ সহ ডোমার আনসার-ভিডিপি ক্লাব, হরিহরা আনসার-ভিডিপি ক্লাবে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন—ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কল্পনা রাণী দাস।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. রুবেল ইসলাম, কোম্পানি কমান্ডার হালিম রহমান, আনসার সদস্য আব্দুস সালাম, পৌর ওয়ার্ড দলনেতা সারোয়ার রহমান,  ইউনিয়ন দলনেতা রাকিব ইসলাম প্রমুখ সহ অন্যন্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি বিষয়ে ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কল্পনা রাণী দাস বলেন, বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি উপলক্ষ্যে উপজেলার ৩টি স্থানে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করেছি এবং পর্যায়ক্রমে ডোমার উপজেলাধীন ইউনিয়ন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ক্লাবগুলোতে বৃক্ষরোপণ করা হবে।

পত্রিকা একাত্তর/রিশাদ