ঢাকা পোস্টের কক্সবাজার জেলা প্রতিনিধি সাইদুল ফরহাদের গ্রামের বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নবনির্বাচিত যুবলীগ সভাপতি মামুন ও তার সমর্থকদের বিরুদ্ধে। শনিবার (২৯অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড উনছিপ্রাং এলাকায় ওয়াফাই লাইনের বিল নিয়ে এক বাকবিতন্ডার এই ঘটনা ঘটে।
এসময় সাংবাদিক সাইদুল ফরহাদের ঘর ভাংচুর-লুটপাট ও তার ভাই ফায়সালকে মারধর করে যুবলীগ সভাপতি মামুন ও তার লালিত সন্ত্রাসীরা। সাংবাদিক সাইদুল ফরহাদের বড় ভাই ফায়সাল বলেন, আমাদের বাসায় যে ওয়াইফাই লাইন চলে সেটি মামুনের। কিছুদিন ধরে তাদের লাইন ঠিকমতো চলছিল না। আমি এটি লাইন ম্যানকে বললে সে ক্ষীপ্ত হয়ে উঠে। লাইন ম্যানকে আমি তাদের লাইন এভাবেই চললে আগামী মাস থেকে বিল দিব না বললে সে চলে যায়।
কিছুক্ষণ পর মামুন ও আরো ৪০-৫০জন এসে আমাদের বাসার গেইটে লাতি মারতে থাকে। পরিস্থিতি বুঝে আমি পুলিশকে কল দিয়ে জানাই। পরে ঘটনা স্থলে পুলিশের সামনে আমাকে মারধর করে। এই বিষয়ে ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি, সাইদুল ফরহাদ বলেন, যদি আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তাদের কোন অভিযোগ থাকে তাহলে সেটি প্রশাসনকে জানিয়ে ব্যাবস্থা নিতে পারতো। কিন্তু এভাবেই একজনের ঘরে ডুকে ভাংচুর ও মানুষকে মারধর করতর পারে না।
তবে অভিযুক্ত ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। জেলা যুবলীগের সভাপতি সোহেল বাহাদুর জানান, বিষয়টি খুবই অন্যায় হয়েছে। তবে আমি এটি গুরুত্ব সহকারে দেখছি। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, আমাদের পুলিশের একটি টিম ঘটনা স্থলে আছে৷ অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিব।
পত্রিকা একাত্তর / নুরুল হক সিকদার
আপনার মতামত লিখুন :