ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচনে সভাপতি লিটন ও সম্পাদক নিজাম বিজয়ী


উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ প্রকাশের সময় : ২৯/১০/২০২২, ১০:৪৬ অপরাহ্ণ / ১৩৬
ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচনে সভাপতি লিটন ও সম্পাদক নিজাম বিজয়ী

নোয়াখালী কােম্পানীগঞ্জে স্বর্ণপদকপ্রাপ্ত বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কার্যকারী কমিটি- ২০২২ এর নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল মতিন লিটন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজিম উদ্দিন নিজাম। বিকেল ৫টায় ফলাফল ঘোষণা করেন, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সােহরাব হােসেন।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বসুরহাট পৌরসভা মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। এবং বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, সংগঠনটির সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ওমর ফারুক। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন তিনজন। তারা হলেন, জামাল উদ্দিন,রহিম উল্যা,মােসলেহ উদ্দিন রুবেল।

এছাড়াও সদস্য নির্বাচিত হয়েছেন ছয়জন। তারা হলেন,জসিম উদ্দিন, ইসমাইল বাহার,গােলাম ছরওয়ার, জামসেদ, মিজানুর রহমান মানিক, মহিবুল হক নাহিদ। নির্বাচিত সভাপতি আবদুল মতিন লিটন বলেন,আমি সকল সদস্য মিলেই এই সংগঠন। আমরা অতীতের মতোই এই সংগঠনকে শক্তিশালী করতে কাজ করবো। আশা করি, সকলকে নিয়েই বসুরহাট ব্যবসায়ীদের স্বার্থে জোরালো ভূমিকা রাখতে পারবো।

নির্বাচিত সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নিজাম বলেন, আনন্দঘন পরিবেশে বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।

পত্রিকা একাত্তর / আবু সাঈদ শাকিল