২০১৮ সালে পদ্মা নদী পাড়ের লৌহজং উপজেলার ভাঙ্গনের কবলে পরে সব হারানো সুবিধাবঞ্চিত পরিবার গুলোর শিশুদের জন্য বিনামূল্যের পাঠদানের আশার সেতু স্কুল প্রতিষ্ঠা করেন।সমাজের পিছিয়ে পড়া শিশুদের জন্য কোয়ালিটি এডুকেশনের ব্যবস্থা করেছেন।ক্লাসও নিচ্ছে নিজেরাই।
বাচ্চাদের জন্য রাবার, খাতাসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছে নিজেদের জমানো টাকা দিয়ে। শুধু তাই নয় বাচ্চাদের বেঞ্চ গুলো নিজেদের টিফিনের টাকা জমিয়ে রং করে দিয়েছে।৫০ জন স্বেচ্ছাসেবীর দলটি স্কুল পরিচালনার বিভিন্ন বিষয় গুলোকে নিজেরাই নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে।একটি টিম বাচ্চাদের ক্লাশ নিচ্ছে অন্য টিম গুলো প্রশাসনিক কাজ, পরিস্কার পরিচ্ছন্নতা, হোম ভিজিট ইত্যাদি দায়িত্ব গুলো পালন করছে।
তাছাড়া ২০১৮ সালের পহেলা জুন থেকে শুরু করে এ পর্যন্ত ১০০০ এর বেশী শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়। সমাজসেবা মন্ত্রনালয়ের রেজিষ্ট্রেশন নিয়ে বর্তমানে প্রতি বছর ৩২০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষন প্রদানের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করে দেশ গড়ার কাজে ভূমিকা রাখছে আশার সেতু।
পত্রিকা একাত্তর / রুবেল মিয়া নাহিদ