নীলফামারীর ডোমার উপজেলার ৮নং ডোমার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম (হাফিজ) এর জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে আজ।
মঙ্গলবার (২৫শে অক্টোবর) বাদ জোহর তথা দুপুর ২টা ১০ মিনিটে ডোমার সদর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম (হাফিজ) এর জানাজা নামাজ।
এতে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, ইউনিয়নবাসী ও সাধারণ মুসল্লিবৃন্দ। সকল শুভাকাঙ্ক্ষীর ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন পারিবারিক কবরস্থানে।
মো. হাফিজুল ইসলাম (হাফিজ) ২০১৪ সালে তৎকালীন চেয়ারম্যান প্রয়াত মতিউর রহমান বাবুর শূণ্যপদে সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।
তিনি গতকাল সোমবার (২৪শে অক্টোবর) বিকাল ৪টায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি সদর ইউনিয়নের বড়রাউতা গ্রামের শাহারদ্দিনপাড়া এলাকার বাসিন্দা। মৃত্যুকালে স্ত্রী-সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন তিনি।
পত্রিকা একাত্তর / রিশাদ
আপনার মতামত লিখুন :