নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহা পাড়ার কলেজছাত্র আকাশ সাহার ফেসবুকে মহানবীকে (সাঃ) নিয়ে কটূক্তির ঘটনা ঘটেছে। বিষয়টি শুক্রবার (১৫ জুলাই) জুম্মার নামাজের পর বিভিন্ন পেশার মানুষের নজরে আসে।

এরপর বিক্ষুদ্ধ লোকজন আকাশ সাহার গ্রেফতার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করেন। ওইদিন বিকেল থেকে উত্তেজনা আরো বাড়তে থাকে। বিক্ষুদ্ধ লোকজন একপর্যায়ে সাহাপাড়ার গোবিন্দ সাহা, তরুণ সাহা, দিলীপ সাহা, পলাশ সাহার বাড়িসহ ৫-৬টি বাড়িঘর ভাংচুর করেন।

এর মধ্যে গোবিন্দা সাহার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে দুই রুম বিশিষ্ট টিনের ঘর পুড়ে গেছে। এছাড়া সাহাপাড়ার মন্দিরের চেয়ার ও সাউন্ডবক্স ভাংচুরসহ ইট ছুঁড়েছে বিক্ষুদ্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে।

এছাড়া পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেছে। এদিকে, আকাশের বাবাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে আকাশ পলাতক আছে। দিঘলিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য প্রভাত কুমার ঘোষ বলেন, আকাশ সাহার ফেসবুকে বিতর্কিত মন্তব্য করাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা বাড়িঘরে ভাংচুর ও মন্দিরে হামলা করেছে।

একটি বাড়িতে আগুন দিয়েছে। লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শর্টগানের কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে। এছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক লোকজন ঘটনাস্থলে অবস্থান করছেন।

আকাশের বাবাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে আকাশ পলাতক আছে। তাকে আটকের চেষ্টা চলছে। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকতা আজগর আলী বলেন,অভিযুক্ত আকাশ কুমার সাহার পিতা অশোক কুমার সাহাকে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাদাবাদ চলছে।

ঘটনাস্থলে পুলিশ মোতায়ের করা হয়েছে।### পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলাবাহিনী কাজ করছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। খুুলনার রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পত্রিকাএকাত্তর /হাফিজুল নিলু