আজ সকাল ১০ টায় ইসলামী যুব আন্দোলন বরগুনা জেলা শাখার উদ্দ্যেগে বরগুনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মুফতি শেখ নুরুন্নবীর মুক্তির দাবীতে বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান রূহানী সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম আকন এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পূর্ব প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস শাকুর। তিনি বক্তব্যে বলেন, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় নেতাকে সম্পূর্ণ অন্যায়ভাবে রাতের আধারে তাকে গ্রেফতার করা হয়েছে।
তাকে যেই অভিযোগে গ্রেফতার করেছে সে অভিযোগ ভিত্তিহীন এবং যেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তার সাথে কোন সম্পৃক্ততা নেই।রাজনৈতিক প্রতিহিংসার কারনে তাকে গ্রেফতার করা হয়েছে। সরকারকে অনতিবিলম্বে তার মুক্তির জন্য আহবান জানান। তিনি আরও বলেন, বর্তমানে দ্রব্য মূল্যর যে উর্ধগতি তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। আমরা দেখেছি সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ন ব্যার্থ হয়েছে। এভাবে চলতে পারেনা। তিনি বলেন সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে ইভিএম পদ্ধতি ব্যবহার করে আবার বাংলাদেশর মানুষকে বোকা বানিয়ে ক্ষমতায় আসতে চায়।
এই সিদ্ধান্ত বাংলার মানুষ মেনে নিতে পারে না। কেন্দ্রীয় নেতাকে মিথ্যা ও হয়রানি মূলক মামলায় অভিযুক্ত করে গ্রেফতার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকের বিক্ষোভ মিছিল থেকে প্রশাসনের কাছে কেন্দ্রীয় নেতাকে অবিলম্বে মুক্তির দাবী জানাচ্ছি। অন্যথায় এর চেয়ে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
প্রতিবাদ বিক্ষোভ মিছিল পূর্ব আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতী আবু সালেহ, ইসলামী যুব আন্দোলন বরগুনা জেলা সহ সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, দফতর সম্পাদক এইচ এম আহমাদুল্লাহ, প্রচার সম্পাদক আবুল বাশার হেলালী,শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক মাওলানা আসাদুজ্জামান সাইফী, উপ সম্পাদক ১ মাওলানা আল আমিন, উপ সম্পাদক ৩ মাওলানা আল আমিন , উপ সম্পাদক ৪ মাওলানা আল ইমরান প্রমূখ।
সভা শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সভা শেষে বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে টাউন হল চত্বরে এসে দোয়া মোনাজাত এর মাধ্যমে বিক্ষোভ মিছিল সমাপ্ত হয়।
পত্রিকা একাত্তর / মনিরুল ইসলাম