হরিপুর ইউপি নির্বাচনে- প্রার্থীদের সাথে মতবিনিময়

উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ

৩০ মে, ২০২২, ১ year আগে

হরিপুর ইউপি নির্বাচনে- প্রার্থীদের সাথে মতবিনিময়

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. অলিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের, জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব, ওসি সরকার উফতেখারুল মোকাদ্দেম, উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী, চেয়ারম্যান প্রার্থী মঞ্জরুল হক মঞ্জু , মোজাহারুল ইসলাম, নাফিউল ইসলাম জিমি প্রমূখ।

সভায় অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠুনির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। সভায় চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন অফিস ও রিটানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১৫ জুন উপজেলার তিস্তার চরাঞ্চলে অবস্থিত হরিপুর ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মোট কেন্দ্রের সংখ্যা ৯টি এবং কক্ষের সংখ্যা ৫৬টি। এর মধ্যে অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ২২টি।

মোট ভোট সংখ্যা ১৬ হাজার ৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৯৫৪ এবং নারী ভোটার ৮ হাজার ১১৬ জন। ইউনিয়নের ৯টি ভোটকেন্দ্রর মধ্যে ৭টি কেন্দ্র দুর্গম চরাঞ্চলে অবস্থিত। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

পত্রিকা একাত্তর /মোঃ হযরত বেল্লাল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news