আলীকদমে আগুন লেগে বসতঘর ও দোকান পুড়ে ছাঁই


জেলা প্রতিনিধি, বান্দরবান প্রকাশের সময় : ১৩/১০/২০২২, ৫:৫৩ অপরাহ্ণ / ১২৪
আলীকদমে আগুন লেগে বসতঘর ও দোকান পুড়ে ছাঁই

বান্দরবানের আলীকদম উপজেলার সদর ইউনিয়নে ২নং ওয়ার্ড খুইল্ল্যামিয়া চেয়ারম্যান পাড়া এলাকায় আগুন লেগে ৭টি দোকান ও ৫টি বসতঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর ২০২২ইং ) ভোর ৪ টা ৩০ মিনিটের সময় আলীকদম সদর ইউনিয়ন ২নং ওয়ার্ড খুইল্ল্যামিয়া চেয়ারম্যান পাড়ায় আগুন লেগে পুড়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে ।

আলীকদম ফায়ার সার্ভিস স্টেশন খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন লাগার ঘটনা স্থলে পৌঁছে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফাইটার মো.শাহদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান আজ ভোর ৪টায় হঠাৎ কোনো এক দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করেন এবং তা মুহূর্তেই দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে।

আগুনে ক্ষতিগ্রস্ত এক দোকানের মালিক নজরুল ইসলাম জানান, কোন দোকান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি আরও বলেন তার প্রায় পাঁচ লাখ টাকার অধিক মালামাল পুড়ে গেছে বলে জানাই ।

আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। সেখানে সাত দোকান ও পাঁচ বসতঘর পুড়ে গেছে। সেগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে ৩০-৩৫ লাখ টাকা হতে পারে বলে জানিয়েছেন ।

আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মেহরুবা ইসলাম জানান, আগুনে পুড়ে যাওয়া দোকান ও বসতঘরের ক্ষতি গ্রস্থদের তালিকা করে উপজেলা প্রশাসনের পক্ষথেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে আশ্বাস দেয় ।

পত্রিকা একাত্তর / জমির উদ্দিন