নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে পানিতে ডুবে ফাতেমা নামে ১৬ মাসের কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১২ই অক্টোবর) দুপুরে উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর কেতকীবাড়ী গ্রামের প্রধানপাড়া এলাকায় পানিতে ডুবে ফাতেমা এক বছর ৪ মাসের এক কন্যা শিশুর মৃত্যু ঘটেছে। সে একই এলাকার মো. আবু বক্করের কন্যা।
স্থানীয়রা জানান, ফাতেমাকে প্রতিবেশির বাড়িতে রেখে কৃষি জমিতে স্প্রে মেশিন আনতে যান তার মা। ফিরে এসে শিশুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করার পর তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে। এতে চিৎকার করলে এলাকার মানুষ এসে শিশুটিকে উদ্ধার করে। ততক্ষণে শিশু ফাতেমা মারা গেছে।
এবিষয়ে ২নং কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পানিতে ডুবে থাকার কারণে সে মৃত্যুবরণ করে।
পত্রিকা একাত্তর / রিশাদ
আপনার মতামত লিখুন :