কার মাথায় উঠবে মুকুট,পাকিস্তান নাকি শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

৮ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

কার মাথায় উঠবে মুকুট,পাকিস্তান নাকি শ্রীলঙ্কা

তাহলে কে হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন?

সব জল ঘোলা করে পরপর দুটো করে ম্যাচ জিতে এবারের এশিয়া কাপের ফাইনালে পা রাখলো বর্তমানের এশিয়ার পরাশক্তি পাকিস্তান ও শ্রীলঙ্কা। গতকাল রাতে আফগানিস্তানের বিপক্ষে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে, শ্বাসরুদ্ধকর জয় পায় পাকিস্তান। আর এতেই নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কার পর পাকিস্তানের ফাইনাল।

পরিসংখ্যান অনুযায়ী কোন দল অধিকতর শক্তিশালী? পাকিস্তান নাকি আফগানিস্তান?৷ ব্যাপারটা অবশ্যই পাকিস্তানই হবে। বিশ্বমানের দুই ব্যাটসম্যান, বিশ্বমানের বোলার সহ বেশ পাকাপোক্তই একটি টিম পাকিস্তান। গত টি২০ বিশ্বকাপ ও এবছরের প্রত্যেকটা সিরিজে তারা তাদেরকে প্রমান করেছে। খেলার এ পরিবর্তনের জন্য তারা অবশ্যই এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার দাবীদার।

অপর দিকে শ্রীলঙ্কার কথা যদি বলি, তাহলে বলতে হবে বেশ কিছুদিন আগেও তাদের অবস্থা ভালো ছিলো না। সর্বশেষ ২০ টি ২০ ম্যাচ খেলেছে এবছর যার মধ্যে ১০ টি ম্যাচ জয় পেয়েছে। আর এশিয়া কাপের পরিসংখ্যান মতে, এ আসরের দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা বিজয়ী শ্রীলঙ্কা। তাই, প্রতিপক্ষ হিসেবে অবশ্যই শক্তিশালী হবে তারা। তাই শ্রীলঙ্কারও সম্ভাবনা রয়েছে অনেকটা ।

কেননা,এশিয়া কাপে তারা পাকিস্তানের চেয়ে শক্তিশালী দল। আগামী ১১ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। কে হবে চ্যাম্পিয়ন পাকিস্তান নাকি শ্রীলঙ্কা? এই খেলার সকল তথ্য জানতে সাথেই থাকুন পত্রিকা ৭১-এর।

পত্রিকা একাত্তর /মাহমুদ রাফি

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news