নীলফামারীর ডোমারে নিখোঁজের ২১ দিন পেরিয়ে গেলেও খোঁজ পাওয়া যায়নি স্কুলছাত্র সূর্য ইসলাম (১১) নামের এক শিশুর। সন্তানকে ফিরে না পেয়ে পিতা-মাতা সহ পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েছে।
নিখোঁজ সূর্য ইসলাম ডোমার উপজেলার ৪নং জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামের পাইকারপাড়া এলাকার নুর জামাল ও আশা বেগম দম্পতির সন্তান। সে ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র।
সুর্যের মা আশা বেগম জানান, গত ২২শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় নিজ বাড়ি থেকে সুর্য নিখোঁজ হয়। সেই থেকে সন্ধ্যা পেরিয়ে রাত হলেও ছেলে বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন জায়গা সহ আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুজি করেও তাকে খুঁজে না পেয়ে গত ২৪শে সেপ্টেম্বর (শনিবার) সুর্যের পিতা নুর জামাল ডোমার থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নম্বর-১২৪৭।
সুর্যের বাবা নুর জামাল জানান, সন্তান নিখোঁজের ২১ দিন পেরিয়ে গেছে। তাকে না পেয়ে আমরা পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েছি। বিশেষ করে আমার মা তার নাতির জন্য খাওয়া বন্ধ করে দিয়ে অসুস্থ্য হয়ে পড়েছে।
সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ উন নবী বলেন, আমরা সকল থানায় নিখোঁজের ব্যাপারটি অবগত করেছি। আমাদের পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
নিখোঁজের পরিবার অনুরোধ করে জানান, কোনো সুহৃদয়বান ব্যক্তি শিশু সন্তান সুর্যের খোঁজ পেলে বাবা ও মায়ের কোলে ফিরিয়ে দিতে ০১৭৬১-৮০৪১২২ অথবা ডোমার থানার ০১৩২০১৩৫৪৮০ নম্বরে ফোন দিয়ে জানানোর আহ্বান।
পত্রিকা একাত্তর / রিশাদ
আপনার মতামত লিখুন :