বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে সনদ পেলেন সাংবাদিক মোঃ নুরআলম


MD Polash Hossin প্রকাশের সময় : ১১/১০/২০২২, ৩:০৫ অপরাহ্ণ / ১৫৮
বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে সনদ পেলেন সাংবাদিক মোঃ নুরআলম

বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম এ সনদ তুলে দেন।

রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর স্থায়ী সাধারণ পরিষদ সদস্য ও দৈনিক বাংলাদেশের দিনকাল পএিকার নির্বাহী সম্পাদক এবং পএিকার একাওর এর বগুড়া জেলা প্রতিনিধি মোঃ নুরআলম বাংলাদেশ প্রেস কাউন্সিল কতৃক এ সনদ অর্জন করে সাংবাদিকতায় আরো এক ধাপ এগিয়ে গেলেন।

বাংলাদেশ প্রেস কাউন্সিল এর উদ্যোগে সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত সাংবাদিক আরজেএফ এর সদস্যবৃন্দুদের নিয়ে গতকাল সোমবার ঢাকাস্থ ইকোনমিক রিপোর্টাস ফোরাম অডিটোরিয়ামে প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি বস্তু নিষ্ঠ সংবাদ এবং তথ্য অধিকার আইন-২০০৯ অবহিতকরণ শীর্ষক দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম প্রধান অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন। প্রধান প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে প্রেস কাউন্সিল সচিব মোঃ শাহ আলম আরো বক্তব্য প্রদান করেন আরজেএফ এর চেয়ারম্যান এস,এম জহির ইসলাম, আরজেরএফ এর মহাসচিব মোঃ আল আমিন শাওন প্রমুখ।

পত্রিকা একাত্তর / মোঃ নুরআলম