দাবী নই অধিকার আদায়ের লক্ষ্যে মানববন্ধন ; রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দর চাই!

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

২৯ মার্চ, ২০২২, ২ years আগে

দাবী নই অধিকার আদায়ের লক্ষ্যে  মানববন্ধন ; রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দর চাই!

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর-নাচোল-ভোলাহাটসহ নওগাঁ জেলার পোরশা-নিয়ামতপির উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরকে পূর্ণাঙ্গ রেলবন্দরে পরিণত করার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টায় রহনপুর রেলওয়ে স্টেশনে রেল লাইনের উপর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আধা ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র -ছাত্রীবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী ও ইলেট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, গোমস্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহু ও মাহফুজা খাতুন, সাবেক ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান লালু ও আজিজুর রহমান, মহিলা নেত্রী সাবিহা শবনম কেয়া প্রমূখ। মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, রেল বন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খান রুবেল, যুগ্ন-আহবায়ক সেরাজুল ইসলাম টাইগার ও সদস্য-সচিব ইয়াহিয়া খান রুবেল। বক্তারা বলেন, গত ১১ মার্চ রেলবন্দরের অবকাঠামো নির্মানের দাবিতে অনুষ্ঠিত বিশাল জনসভা শেষে বেঁধে দেওয়া ১৫ দিনের আল্টিমেটামের পরে আজকের মানববন্ধন কর্মসূচি এটাই প্রমাণ করে। অত্র এলাকার মানুষ রেলবন্দরের পূর্ণাঙ্গ অবকাঠামো নির্মাণে বদ্ধ পরিকর।

অবিলম্বে রেলবন্দরের ঘোষণা দেয়া এবং অবকাঠামো নির্মান করা না হলে চলমান আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হবে। মানববন্ধন থেকে ৩০ মার্চ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে একই দাবিতে ঢাকাস্থ গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট বাসীর উদ্যোগে মানববন্ধন সফল করার ‍আহ্বান জানানো হয়। উল্লেখ্য, রহনপুরকে পূর্ণাঙ্গ রেলবন্দরের ঘোষণার দাবিতে দীর্ঘ দুই মাস ধরে আন্দোলন চালিয়ে আসছে তিন উপজেলার জনগণ।

পত্রিকা একাত্তর/ ইয়াহিয়া খান রুবেল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news